কর্মশালায় অভিমত
নারী সাংবাদিকরা বেশি হয়রানির শিকার হন

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৩ | ১৭:১০ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৩ | ১৭:১০
বাংলাদেশের সাংবাদিকরা প্রায়ই হামলা, হুমকি, আইনি হয়রানি, সেন্সরশিপ এবং নজরদারির মুখোমুখি হন। বিশেষ করে নারী সাংবাদিকরা কর্মক্ষেত্র ও বাইরে হয়রানির শিকার হন বেশি। প্রাকৃতিক দুর্যোগ বা করোনার মতো পরিস্থিতিতে সাংবাদিকের ঝুঁকি আরও বেড়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনও সাংবাদিকদের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি করেছে।
মানবাধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা আর্টিকেল নাইনটিনের উদ্যোগে অনলাইন প্রশিক্ষণ কর্মশালায় এসব কথা উঠে এসেছে। 'সেফটি অব জার্নালিস্ট উইথ ফেমিনিস্ট অ্যাপরোচ' শীর্ষক এ অনুষ্ঠান হয় গত রোববার। এতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ২১ জন সাংবাদিক অংশ নেন।
ফ্রন্ট লাইন ডিফেন্ডারের এশিয়া কো-অর্ডিনেটর সাঈদ আহমাদ এবং উন্নয়ন পরামর্শক ও প্রশিক্ষক মোজাহিদুল ইসলাম যৌথভাবে প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন।
অনুষ্ঠানে আর্টিকেল নাইনটিন দক্ষিণ এশিয়ার সিনিয়র প্রোগ্রাম অফিসার রুমকি ফারহানা সাংবাদিকদের বিশেষ করে নারী সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ ও দক্ষতা উন্নয়নে আর্টিকেল নাইনটিনের কার্যক্রম তুলে ধরেন।
- বিষয় :
- নারী সাংবাদিক
- হয়রানি