ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

দুর্নীতির দায়ে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ১২ বছরের কারাদণ্ড

দুর্নীতির দায়ে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ১২ বছরের কারাদণ্ড

আদালত প্রতিবেদক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৩ | ১৫:১৯ | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৩ | ১৫:১৯

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের বাজেট সহকারী জহির উদ্দিন বাবরকে ১২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। 

জহির উদ্দিন বাবর পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। তিনি লক্ষ্মীপুর সদর থানার আমানী লক্ষ্মীপুরের বাসিন্দা। 

সম্পদের তথ্য গোপনের অভিযোগে বাবরকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ৫ বছরের কারাদণ্ড এবং ৫ কোটি ৬৮ লাখ ২০ হাজার ৯১৪ টাকা অর্থদণ্ড করা হয়েছে। অবৈধভাবে অর্জিত এ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দেন আদালত।

এর পাশাপাশি মানিলন্ডারিং আইনের অভিযোগে তাকে আরও ৫ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তিন ধারার সাজা পৃথকভাবে কার্যকর হবে। এক্ষেত্রে তাকে মোট ১২ বছরের সাজা ভোগ করতে বলে রায়ে উল্লেখ করেন বিচারক।

আরও পড়ুন

×