৭২ যাত্রী নিয়ে উড়ালের সময় ফেটে যায় বিমানের চাকা, জরুরি অবতরণ ঢাকায়

ড্যাশ ৮-৪০০ মডেলের বিমান- ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৬ মার্চ ২০২৩ | ১২:১০ | আপডেট: ০৬ মার্চ ২০২৩ | ১২:১০
কলকাতা থেকে ঢাকায় আসার জন্য উড্ডয়নের সময় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটের চাকা ফেটে যায়। এতে বিমানটিতে থাকা ৭২ জন যাত্রী আতঙ্কিত হয়ে পড়েন। কিন্তু শেষ পর্যন্ত বিমানটি যাত্রীদের নিয়ে ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরে নিরাপদে অবতরণ করতে পেরেছে।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, আজ সোমবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি–৩৯২ ফ্লাইটে এ দুর্ঘটনা ঘটে। কলকাতার স্থানীয় সময় সকাল ৯টা ১৯ মিনিটে উড়োজাহাজটি উড্ডয়ন করে। পরে ঢাকায় সকাল ১০টা ৩ মিনিটে সেটি নিরাপদে অবতরণ করে।
জানা যায়, উড়োজাহাজটি ড্যাশ ৮-৪০০ মডেলের। এর পেছনের ডান পাশের চাকার টায়ার ফেটে যায়। উড়োজাহাজটি অবতরণের সময় জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিমানবন্দরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটসহ অন্যান্য প্রস্তুতি নেওয়া হয়েছিল।