ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

১২ হাজার কোটি টাকার আট প্রকল্প অনুমোদন একনেকে

১২ হাজার কোটি টাকার আট প্রকল্প অনুমোদন একনেকে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক বৈঠক। ছবি: ফোকাস বাংলা

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১২ মার্চ ২০২৩ | ১৬:৫১ | আপডেট: ১২ মার্চ ২০২৩ | ১৬:৫১

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় আটটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১২ হাজার ১২৬ কোটি টাকা। এই ব্যয়ে বৈদেশিক ঋণ থেকে জোগান দেওয়া হবে ৮ হাজার ৯১৩ কোটি টাকা। সরকার নিজস্ব তহবিল থেকে দেবে বাকি ৩ হাজার ৯৮ কোটি টাকা। 

রোববার রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনের সম্মেলন কক্ষে এ বৈঠকে সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে এক ব্রিফিংয়ে অনুমোদিত প্রকল্পের বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। 

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, এসডিজির মুখ্য সমন্বয়কসহ সংশ্লিষ্ট সচিবরা একনেক কার্যক্রমে অংশ নেন।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে স্থানীয় সরকার বিভাগের ‘রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার ফর অ্যাডাপ্টেশন অ্যান্ড ভালনারেবিলিটি রিডাকশন’ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৩২৩ কোটি টাকা। সরকারি এবং বিশ্বব্যাংকের অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়িত হবে। এর মধ্যে ৪ হাজার ২৭৫ কোটি টাকা দেবে বিশ্বব্যাংক, বাকি ৪৮ কোটি ৪৭ লাখ টাকা সরকারের নিজস্ব। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) দক্ষিণ চট্টগ্রাম অঞ্চলিক উন্নয়ন প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৭২৪ কোটি ৪৩ লাখ টাকা, যার বেশিরভাগ বৈদেশিক ঋণ। জাপানের উন্নয়ন সহযোগী সংস্থা জাইকা প্রকল্পটিতে ২ হাজার ৪৯৭ কোটি টাকা ঋণ দিচ্ছে। স্থানীয় সরকার বিভাগের ময়মনসিংহ জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১ হাজার কোটি টাকা। পুরো ব্যয়ই সরকারের নিজস্ব জোগান। 

এ ছাড়া বিদ্যুৎ বিভাগের ৪ হাজার ৩২২ কোটি টাকা ব্যয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ট্রান্সমিশন গ্রিড সম্প্রসারণ প্রকল্পটির প্রথম সংশোধনী একনেকে অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত অন্য প্রকল্পের মধ্যে রয়েছে– কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ১২৮ কোটি টাকা ব্যয়ের প্রমোটিং জেন্ডার রেসপনসিভ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট অ্যান্ড টিভিইটি সিস্টেম প্রকল্প, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ১ হাজার ৬৮৬ কোটি টাকা ব্যয়ে কাস্টমস আধুনিকায়ন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প, পরিকল্পনা বিভাগের ৩২ কোটি ৮৬ লাখ টাকা ব্যয়ে আরবান রেজিলিয়েন্স প্রকল্প, পানিসম্পদ মন্ত্রণালয়ের ৩৪৭ কোটি টাকা ব্যয়ে মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের পুনর্বাসন ও নদীতীর সংরক্ষণ প্রকল্প।

আরও পড়ুন

×