ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

আবরার হত্যা: শামীম-মোয়াজ রিমান্ড শেষে কারাগারে

আবরার হত্যা: শামীম-মোয়াজ রিমান্ড শেষে কারাগারে

সংগৃহীত

আদালত প্রতিবেদক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০১৯ | ১০:০৪

বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় শামীম বিল্লাহ ও মোয়াজ আবু হুরায়রাকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। পাঁচ দিনের রিমান্ড শেষে শনিবার আসামিদের আদালতে হাজির করা হয়।

মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মো. ওয়াহিদুজ্জামান। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। গত ১৩ অক্টোবর এ দু'জনের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

সাতক্ষীরা হয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় ১১ অক্টোবর বিকেলে শামীমকে ও ১২ অক্টোবর সকালে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে মোয়াজকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন

×