রোববার ঢাবির ক ও চ ইউনিটের ফল প্রকাশ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০১৯ | ১০:২২
ঢাকা বিশ্ববিদ্যালয় ২০১৯-২০ শিক্ষাবর্ষে বিজ্ঞান অনুষদভুক্ত ক-ইউনিটের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণি এবং চারুকলা অনুষদভুক্ত চ-ইউনিটের ১ম বর্ষ বিএফএ (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফল রোববার দুপুর সাড়ে ১২টায় প্রকাশ করা হবে। শনিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর এ তথ্য জানিয়েছে।
ঢাবির উপাচার্য অধ্যাপক ড.আখতারুজ্জামান বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে এই দুই ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করবেন। ক-ইউনিটের ভর্তি পরীক্ষা গত ২০ সেপ্টেম্বর এবং চ-ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) গত ১৪ সেপ্টেম্বর ও (অংকন) ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়।
- বিষয় :
- ঢাকা বিশ্ববিদ্যালয়
- ভর্তি পরীক্ষা