ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

বাংলাদেশের জলসীমায় ভারতীয় ১৫ জেলে আটক

বাংলাদেশের জলসীমায় ভারতীয় ১৫ জেলে আটক

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

প্রকাশ: ০২ অক্টোবর ২০১৯ | ০৯:০৪

বাংলাদেশ জলসীমায় অবৈধভাবে অনুপ্রবেশ করে মাছ শিকারের অভিযোগে ফিশিং ট্রলারসহ ১৫ ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী। গত সোমবার বিকেল ৩টায় মোংলা বন্দরের অদূরে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে নৌবাহিনীর টহলরত জাহাজ বিএনএস নিশান তাদের আটক করে। 

মঙ্গলবার রাতে তাদের মোংলা থানায় হস্তান্তর করে নৌবাহিনী। এ ঘটনায় নৌবাহিনীর পেটি অফিসার মো. আবুল মঞ্জুর বাদী হয়ে আটক জেলেদের বিরুদ্ধে মোংলা থানায় একটি মামলা করেছেন। বুধবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

আটক জেলেরা হলেন- ভোলানাথ দাস (৬০), মিন্টু দাস (২৫), বাবুল সরকার (৪২), উত্তম দাস (২৬), কিরণ দাস (৬৫), রাজেশ দাস (৩৩), কার্তিক দাস (৪৫), আনন্দ দাস (৫০), নেপাল দাস (২৬), বাসুদেব দাস (৩০), সূর্য দাস (২৬), উত্তম দাস (৩৫), সোনারাম দাস (৫১), বিমল দাস (৪৮) ও পিল্টন দাস (২৩)। তাদের বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ উপজেলার বিভিন্ন গ্রামে।

মোংলা থানার পরিদর্শক (তদন্ত) তুহিন মণ্ডল জানান, ১৫ ভারতীয় জেলেকে আটকের সময় তাদের ফিশিং ট্রলার 'এফবি মা-লক্ষ্মী' জব্দ করা হয়।

আরও পড়ুন

×