ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

গৃহকর্মীর আড়ালে পেশাদার চোর

গৃহকর্মীর আড়ালে পেশাদার চোর

বিলকিস বেগম কণা

বিশেষ প্রতিনিধি

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৩ | ১৮:০০ | আপডেট: ১৩ এপ্রিল ২০২৩ | ০৪:৩৮

রাজধানীর উত্তরায় গত ২ এপ্রিল অভিনেত্রী মনিরা মিঠুর বাসায় দুর্ধর্ষ চুরি হয়। ফেসবুক লাইভে এসে অভিনেত্রী নিজেও ঘটনাটি জানিয়েছিলেন। এ ঘটনায় তাঁর ছেলে মুশফিক ইসলাম উপন্যাস বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় মামলা করেন। মনিরা মিঠুর বাসায় চুরির ঘটনায় তদন্ত নামে পুলিশ। থানার পাশাপাশি ছায়া তদন্ত চালায় ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগ। ওই তদন্তের ভিত্তিতে গাজীপুরে অভিযান চালিয়ে মনিরা মিঠুর বাসার গৃহকর্মী বিলকিস বেগম কণা এবং তার দুই সহযোগী রবিউল ইসলাম আউয়াল ও বাপ্পি চন্দ্রকে গতকাল গ্রেপ্তার করেছে পুলিশ।

ডিবির তেজগাঁও বিভাগের ডিসি মো. গোলাম সবুর সমকালকে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গৃহকর্মী কণা স্বীকার করেছে, সে পেশাদার চোর। রাজধানীর শেরেবাংলা নগর ও ভাটারা থানায় তার বিরুদ্ধে আরও দুটি মামলা রয়েছে। গৃহকর্মী সেজে কাজ নিয়ে বাসা থেকে মালপত্র, স্বর্ণালংকার ও টাকা নিয়ে পালিয়ে যায় সে। এর পর তা রবিউল বাপ্পির কাছে নিয়মিত বিক্রি করত। মনিরা মিঠুর বাসায়ও কৌশলে কাজ নিয়েছিল কণা।

ডিসি গোলাম সবুর আরও জানান, মনিরা মিঠুর বাসায় কাজ পাওয়ার সাত দিনের মাথায় চুরির ঘটনাটি ঘটায় সে। অতিরিক্ত গুল মিশিয়ে পেয়াজু তৈরি করে বাসার সবাইকে খাইয়ে দেয়। এর পর মনিরা মিঠুর বাসার সবাইর ডায়রিয়া শুরু হয়। একাধিক সদস্যকে হাসপাতাল ভর্তি হতে হয়েছিল। এ সুযোগে বাসা থেকে সোয়া ৫ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার ও নগদ দেড় লাখ টাকা নিয়ে পালিয়ে যায় সে।

তদন্ত সংশ্লিষ্ট পুলিশের আরেক কর্মকর্তা জানান, অনেক দিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকার বাসায় একই কৌশলে কাজ নেয় কণা। তার গ্রামের বাড়ি ময়মনসিংহে। প্রথম কয়েক দিন বাড়ির লোকজনকে খুব আপন করে নেয়। এর পর ভিন্ন ভিন্ন কৌশলে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি করে পালিয়ে যায়। কণা একাধিক সিম কার্ড ব্যবহার করে। একেক সময় একেক সিম নম্বর দিয়ে তার সহযোগীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করত।

পুলিশ বলছে, কণা উত্তরায় মনিরা মিঠুর বাসার নিরাপত্তারক্ষীদের কাছে এসে বেশ কয়েক দফায় কাজ চাচ্ছিল। নিরাপত্তারক্ষীদের মাধ্যমে বাসায় গৃহকর্মীর কাজ পায় সে। তবে কাজ পাওয়ার আগে তার কোনো বিস্তারিত ঠিকানা সঙ্গে রাখা হয়নি। পুলিশ বলছে, নগরকেন্দ্রিক ব্যস্ত জীবনে জাতীয় পরিচয়পত্রসহ বিস্তারিত নাম-ঠিকানা সংগ্রহ ছাড়া কাউকে গৃহকর্মী হিসেবে কাজে নিয়োগ দেওয়া বেশ ঝুঁকিপূর্ণ। যে কোনো সময় ঘটতে পারে বড় অঘটন। এর আগেও একাধিকবার রাজধানীর বিভিন্ন এলাকায় গৃহকর্মী সেজে কাজ নিয়ে চেতনানাশক ওষুধ খাইয়ে বাসার মালপত্র লুট করা হয়। এমনকি কর্মীর আড়ালে ভয়ংকর এই চোরদের কারণে অনেক প্রাণও গেছে।

অভিনেত্রী মনিরা মিঠু সমকালকে বলেন, ‘আমার বাসায় কী ঘটেছে তা আমি ফেসবুক লাইভে এসে জানিয়েছি। পুলিশ যেসব মালপত্র উদ্ধার করেছে, আদালতের মাধ্যমে তা ফেরত পাব বলে আশা করি।’

আরও পড়ুন

×