ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

সেমিনারে বক্তারা

দেশের ৮৫ লাখ মানুষ ‘বিরক্তিকর’ পেটের সমস্যায় আক্রান্ত

দেশের ৮৫ লাখ মানুষ ‘বিরক্তিকর’ পেটের সমস্যায় আক্রান্ত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৩ | ১৩:৫২ | আপডেট: ১৮ এপ্রিল ২০২৩ | ১৩:৫২

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) এক সেমিনারে বক্তারা বলেছেন, বিশ্বে শতকরা ১১ জন ইরিটেবল বাওয়েল সিনড্রম (আইবিএস) বা দীর্ঘময়োদী আমাশয় ও বিরক্তিকর পেটের সমস্যায় ভুগছেন। বাংলাদেশের ৫ শতাংশ বা প্রায় ৮৫ লাখ মানুষের এ সমস্যা রয়েছে।

আজ মঙ্গলবার আইবিএস দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগ আয়োজিত সেমিনারে এসব তথ্য জানান তাঁরা।

বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আনওয়ারুল কবীরের সভাপতিত্বে এবং অধ্যাপক ডা. রাজীবুল আলমের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশে বিরাট সংখ্যক মানুষ আইবিএসে ভুগছেন। রোগটি সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই।

অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মাসুদুর রহমান খান এবং সহকারী অধ্যাপক ডা. নুরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মনিরুজ্জামান খান।

সেমিনারে জানানো হয়, আইবিএস দীর্ঘমেয়াদী অন্ত্রের ব্যাধি। এ রোগে আক্রান্তদের ঘনঘন পাতলা পায়খানা, পেটব্যথা, আমাশয়, পেটফাপা, পেটে কামড় দিয়ে পায়খানাসহ বিভিন্ন উপসর্গ প্রকাশ পায়। কারও কারও ক্ষেত্রে কোষ্ঠকাঠিন্য হতে পারে। প্রাণঘাতী না হলেও রোগীরা দীর্ঘদিন কষ্ট পেতে থাকেন এবং পারিবারিক, সামাজিক ও স্বাভাবিক পেশাগত জীবন ব্যাহত হয়। উদ্বেগ ও মানসিক চাপে যাঁরা থাকেন, তাদের মধ্যে এই রোগটি বেশি দেখা যায়। সব বয়সে হলেও পুরুষের তুলনায় নারীরা বেশি আক্রান্ত হন।

উপসর্গ নিয়ন্ত্রণের মাধ্যমেই রোগটি দমিয়ে রাখা সম্ভব বলে জানান বক্তারা। এ জন্য যেসব খাবারে পেটের সমস্যা বাড়ে, তা এড়িয়ে চলতে হবে। দুধ, দুগ্ধজাত খাবার, শাক, অতিরিক্ত তেলে ভাজা, মশলাযুক্ত খাবার, চিনি, ক্যাফেইন এড়িয়ে চলার পরামর্শ দেন চিকিৎসকরা।

আরও পড়ুন

×