ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

ব্যতিক্রমী উদ্যোগ

হাইকোর্টে বকশিশ দেওয়া-নেওয়া নিষেধ

হাইকোর্টে বকশিশ দেওয়া-নেওয়া নিষেধ

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১০ মে ২০২৩ | ১৯:০৯ | আপডেট: ১০ মে ২০২৩ | ১৯:৩০

মামলা-সংক্রান্ত বিষয়ে আদালত-সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বকশিশের নামে কোনো ধরনের সুবিধা দেওয়া ও নেওয়া নিষিদ্ধ করে বিজ্ঞপ্তি দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এজলাস কক্ষের বাইরে এ বিজ্ঞপ্তি টানিয়েছেন। গত রোববার ওই বেঞ্চের বিচারপতিদের নির্দেশে সংশ্লিষ্ট বেঞ্চ অফিসার মো. সেফাত উল্লাহ এ বিজ্ঞপ্তি দেন।

এতে বলা হয়েছে, কার্যতালিকায় মামলা ওঠার আগে-পরে, রায়, জামিনসহ অন্য যে কোনো আদেশের আগে-পরে কিংবা অন্য যে কোনো সময় এ কোর্টের বেঞ্চ অফিসার, সহকারী বেঞ্চ অফিসার, বিচারপতির ব্যক্তিগত কর্মকর্তা, জমাদার, কোর্ট বা চেম্বারের এমএলএসএস, বিচারপতির চালক, গানম্যানসহ সংশ্লিষ্ট কোনো কর্মকর্তা-কর্মচারী বকশিশ বা টিপস নেওয়ার নামে কোনো ধরনের অর্থ, উপহারসামগ্রী, গাড়িসেবা বা অন্য কোনো নামে কোনো ধরনের সুবিধা নেওয়া বা দেওয়া দুর্নীতি বলে গণ্য হবে। কোর্ট-সংশ্লিষ্ট সবাইকে এ ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হলো। এ ধরনের দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন

×