ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

অতিরিক্ত সচিব হলেন ১১৪ কর্মকর্তা

অতিরিক্ত সচিব হলেন ১১৪ কর্মকর্তা

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১২ মে ২০২৩ | ২১:২৬ | আপডেট: ১২ মে ২০২৩ | ২১:২৬

যুগ্ম সচিব পদমর্যাদার ১১৪ জন কর্মকর্তাকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়ে শুক্রবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ পদে প্রায় এক বছর পর এতো পদোন্নতি দেওয়া হলো।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা যায়, বর্তমানে অতিরিক্ত সচিব পদ দেড় শতাধিক থাকলেও কর্মরত রয়েছেন তিন শতাধিক। নতুন পদোন্নতি পাওয়াদের নিয়ে এই সংখ্যা এখন চার শতাধিক।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অনারারি অধ্যাপক ড. সালাউদ্দিন এম আমিনুজ্জামান সমকালকে বলেন, প্রমোশন পলিসি অনুযায়ী পদোন্নতি হয়। তবে ঢালাওভাবে এতো পদোন্নতি ভারসাম্য নষ্ট করতে পারে। সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদারের মতে, পদসংখ্যার বেশি পদায়ন করা উচিত নয়। পদসংখ্যা খালি থাকাসাপেক্ষে পদোন্নতি দেওয়া উচিত।

পদোন্নতি বিধিমালা-২০০২ অনুযায়ী, অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতির ক্ষেত্রে ৭০ শতাংশ প্রশাসন ক্যাডার এবং ৩০ শতাংশ অন্য ক্যাডারের কর্মকর্তাদের বিবেচনায় নিতে হবে। মূল্যায়ন নম্বরের অন্তত ৮৫ নম্বর থাকতে হবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের। যুগ্ম সচিব পদে তিন বছরসহ ২০ বছরের চাকরির অভিজ্ঞতা বা যুগ্ম সচিব পদে কমপক্ষে দুই বছরের চাকরিসহ ২২ বছরের অভিজ্ঞতা থাকলে অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতির জন্য বিবেচিত হন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্র মতে, গত বছরের এপ্রিলে যুগ্ম সচিব পদের ৯৪ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত সচিব করা হয়। সে সময় নিয়মিত ব্যাচ হিসেবে বিসিএস ১৫তম ব্যাচের কর্মকর্তারা পদোন্নতি পান। এবার নিয়মিত বিসিএস ব্যাচ হিসেবে ১৭তম ব্যাচের কর্মকর্তাদের পদোন্নতি দেওয়া হয়েছে।

ড. অধ্যাপক ড. সালাউদ্দিন এম আমিনুজ্জামান বলেন, সাদামাটা বিবেচনায় যিনি প্রমোশন পাবেন, তিনি তো একটু খুশিই হবেন। তবে এত বেশি পদায়নকে আমরা ইনসেনটিভাইজেশন (উৎসাহব্যঞ্জক) বলি। এটা বেআইনি নয়। 

আরও পড়ুন

×