ঘূর্ণিঝড় মোকা
উপকূলীয় এলাকার সব স্কুল-কলেজ বন্ধ ঘোষণা

প্রতীকী ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৩ মে ২০২৩ | ১৪:০১ | আপডেট: ১৩ মে ২০২৩ | ১৪:০৩
ঘূর্ণিঝড় ‘মোকা’ বাংলাদেশ উপকূলের দিকে এগিয়ে আসায় উপকূলীয় এলাকার সব স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। মাউশির মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ সমকালকে এ তথ্য জানান। একইসঙ্গে দেশের ছয়টি শিক্ষাবোর্ডের রোববার ও সোমবার অনুষ্ঠেয় এসএসসি ও সমমানের সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে। প্রথমে শুক্রবার বিজ্ঞপ্তি দিয়ে রোববারের পরীক্ষা স্থগিত করেছিল আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। শনিবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এবার আগামী সোমবারের (১৫ মে) পরীক্ষাও স্থগিত ঘোষণা করা হয়েছে।
মাউশি সূত্র জানায়, উপকূলীয় অঞ্চলের সব শিক্ষা প্রতিষ্ঠান আজ রোববার ১৪ মে থেকে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। উপকূলে ঘুর্ণিঝড় আঘাত হানতে পারে এবং ক্ষতির আশঙ্কা রয়েছে সেসব এলাকার সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার শিক্ষা প্রতিষ্ঠান যথারীতি চলবে। শিক্ষাপ্রতিষ্ঠান কয়দিন বন্ধ থাকবে তা অবশ্য বলা হয়নি। পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে।
- বিষয় :
- ঘূর্ণিঝড় মোকা
- স্কুল-কলেজ