ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

সংসদে আইসিটি প্রতিমন্ত্রী

সোশ্যাল মিডিয়া থেকে ১৪৩১ লিংক সরাতে বিটিআরসিকে অনুরোধ জানানো হয়েছে

সোশ্যাল মিডিয়া থেকে ১৪৩১ লিংক সরাতে বিটিআরসিকে অনুরোধ জানানো হয়েছে

আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক (ফাইল ফটো)

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১১ জুন ২০২৩ | ১৩:৫৮ | আপডেট: ১১ জুন ২০২৩ | ১৪:০৩

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ২০২২ সালের জুলাই থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ১ হাজার ৪৩১টি লিংক অপসারণের জন্য বিটিআরসিকে অনুরোধ জানানো হয়েছে। চট্টগ্রাম-১১ আসনের সরকারদলীয় সংসদ সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ফেসবুক,টিকটক, মেসেঞ্জার, ইউটিউব ইত্যাদি নিয়মিতভাবে মনিটর করা হয়।

রোববার সংসদের বৈঠকে মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তরে তিনি এ কথা বলেন। এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হলে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

তিনি বলেন, ১২০টি উদ্ভূত সাইবার হুমকির বিপরীতে অ্যালার্ট পাঠানো হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ গৃহীত কার্যক্রম সংক্রান্ত প্রতিবেদন প্রতি মাসে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হচ্ছে।                              

ডিজিটাল নিরাপত্তা এজেন্সি হতে ২০২১ সালের জুলাই থেকে ২০২৩ সালের এপ্রিল পর্যন্ত সাড়ে সাত হাজার জনকে সাইবার সিকিউরিটি বিষয়ে সচেতনতামূলক সেমিনার ও প্রশিক্ষণের মাধ্যমে সচেতন করা হয়েছে।

টেলিটকের নেটওয়ার্ক উন্নয়নে উদ্যোগ নেওয়া হয়েছে: ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী

নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশীদ কিরণের প্রশ্নের জবাবে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, টেলিটকের নেটওয়ার্ক উন্নয়ন ও ইউনিয়ন পর্যায়ে সম্প্রসারণের লক্ষ্যে ইতোমধ্যে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বর্তমানে ২ হাজার ২০৪ কোটি টাকা জিওবি অর্থায়নে ‘গ্রাম পর্যায়ে টেলিটকের নেটওয়ার্ক সম্প্রসারণ এবং ৫জি সেবা প্রদানে নেটওয়ার্ক আধুনিকায়ন’ শীর্ষক প্রকল্পের অধীনে তিন হাজার নতুন বিটিএস সাইট স্থাপন বাস্তবায়ন পর্যায়ে রয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে টেলিটকের বিটিএস সংখ্যা সাড়ে আট হাজারে উন্নীত হবে।

তিনি বলেন, সামাজিক দায়বদ্ধতা তহবিলের ৫১৯ কোটি টাকা অর্থায়নে দেশের দুর্গম পার্বত্য চট্টগ্রাম, হাওর, উপকূলীয় দ্বীপাঞ্চল এলাকায় টেলিটকের নেটওয়ার্ক সেবা সম্প্রসারণের কাজ চলছে। টেলিটকের নেটওয়ার্ক সেবাকে ইউনিয়ন পর্যায়ে সম্প্রসারণের লক্ষ্যে চীন সরকারের অর্থায়নে দুই হাজার বিটিএস সাইট সংযোজনের জন্য একটি প্রকল্প গ্রহণের পরিকল্পনা রয়েছে। উল্লিখিত কার্যক্রমগুলো বাস্তবায়িত হলে দেশব্যাপী এমনকি ইউনিয়ন পর্যায়ে টেলিটকের নেটওয়ার্কের সেবার মান উন্নয়ন হবে এবং গ্রাহকরা সুলভ মূল্যে তা ব্যবহার করতে পারবেন।


আরও পড়ুন

×