পেট্রাপোলে গণধর্ষণের শিকার বাংলাদেশি তরুণী

কলকাতা প্রতিনিধি
প্রকাশ: ০২ অক্টোবর ২০১৯ | ১০:১৮
ভারতের উত্তর ২৪ পরগণার পেট্রাপোল সীমান্তের নরহরিপুর এলাকায় দুই পাচারকারী দালালের হাতে বাংলাদেশি এক তরুণীকে গনধর্ষণ শিকার হয়েছে। মঙ্গলবার রাতের এ ঘটনায় দুই অভিযুক্ত মোশারেফ মন্ডল ও তপন বিশ্বাসকে খুঁজছে পুলিশ। শারীরিক পরীক্ষার পর ওই তরুণী পুলিশ হেফাজতে রয়েছে।
পুলিশ সূত্র জানায়, ওই তরুণীর বাড়ি বাংলাদেশের নড়াইলে। স্বরূপনগর সীমান্ত দিয়ে দালালের সহায়তায় চোরাপথে ভারতে প্রবেশ করেন তিনি। এরপর কাজের উদ্দেশ্যে গুজরাটের সুরাটে যান। সেখানেও শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন তিনি। এরপর বাংলাদেশে ফেরার সিদ্ধান্ত নেন। এ কারণে তিনি গুজরাট থেকে পালিয়ে আসেন পশ্চিমবঙ্গে। পেট্রাপোল সীমান্তে পাচারকারী এক দালালের বাড়িতে আশ্রয় নেন। সেখানেই গণধর্ষণের শিকার হন তিনি। অভিযুক্ত দু'জন চোরা কারবারের সঙ্গে যুক্ত বলে জানিয়েছে পুলিশ।
নির্যাতিতা তরুণীটি জানান, মঙ্গলবার রাতে ওই দুই দালালের গোপন ডেরা থেকে লোকালয়ে পালিয়ে আসেন তিনি। স্থানীয় বাসিন্দারা সব শুনে পেট্রাপোল থানায় খবর দেয়। পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। অভিযুক্ত দু'জনের নামে ধর্ষণের মামলা করেছে পুলিশ। পাশাপাশি চোরাপথে ভারতে প্রবেশের অভিযোগে ওই তরুণীর বিরুদ্ধেও মামলা হয়েছে। বুধবার সকালে তাকে বনগাঁ মহাকুমা আদালতে তোলা হয়।