দুদকের নতুন কমিশনার আছিয়া খাতুন

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৩ জুন ২০২৩ | ১৬:৪৯ | আপডেট: ১৩ জুন ২০২৩ | ১৬:৪৯
মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
আছিয়া খাতুন দুদকের বিদায়ী কমিশনার ড. মো. মোজাম্মেল হক খানের স্থলাভিষিক্ত হবেন। পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ায় ড. মোজাম্মেল হক খান আগামী ২৯ জুন বিদায় নেবেন। একই দিন অছিয়া খাতুন দুদক কমিশনার (অনুসন্ধান) হিসেবে যোগ দেবেন।
রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, মোছা. আছিয়া খাতুন দুদক আইন-২০০৪ এর ৬(১) ধারার বিধান মতে নিয়োগ পেয়েছেন। এই আইনের ১৩ ধারার বিধান অনুযায়ী কমিশনার হিসেবে তার বেতন-ভাতা, অন্যান্য সুবিধা ও পদমর্যাদা সুপ্রিম কোর্টের হাইকোর্টের একজন বিচারপতির সমান নির্ধারণ করা হয়েছে।
প্রসঙ্গত, আছিয়া খাতুন সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সচিব থাকা অবস্থায় গত ২০২২ সালের ৩ জানুয়ারি অবসরে যান।