বাড্ডায় শ্রমিক লীগ নেতা হত্যা: রিমান্ড শেষে ৬ আসামি কারাগারে

আদালত প্রতিবেদক
প্রকাশ: ১৪ জুন ২০২৩ | ১৬:৪১ | আপডেট: ১৪ জুন ২০২৩ | ১৬:৪১
বুধবার ঢাকা মহানগর হাকিম জাকী-আল-ফারাবী উভয় পক্ষের শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
আসামিরা হলেন- শাহাদাত হোসেন, মোরশেদ হোসেন, হামিদুল ইসলাম, সনেট সরকার, মেহেদী হাসান ও শাহজাহান কবির।
এদের মধ্যে সনেট, মেহেদী ও শাহজাহান রাজধানীর ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী। প্রথম তিনজন শিক্ষক ও ব্যাংকার।
এর আগে দুই দিনের রিমান্ড শেষে আসামিদের আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার উপ-পরিদর্শক মেহেদী হাসান।
প্রসঙ্গত, শ্রমিক লীগ নেতা অপু ইসলামকে হত্যার অভিযোগে গত ১০ জুন রাতে নিহতের বড় ভাই খোরশেদ বাদী হয়ে বাড্ডা থানায় একটি হত্যা মামলা করেন। গত ১১ জুন এ মামলায় ছয় আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।