ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

ঢাকা-১৭ উপ-নির্বাচন

মনোনয়নপত্র জমা দিলেন আরাফাত-হিরো আলমসহ ১৩ জন

মনোনয়নপত্র জমা দিলেন আরাফাত-হিরো আলমসহ ১৩ জন

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৫ জুন ২০২৩ | ১২:৩১ | আপডেট: ১৫ জুন ২০২৩ | ১৫:৪৯

ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে শেষ দিনে মনোনয়নপত্র জমা দিলেন আওয়ামী লীগের মোহাম্মদ এ আরাফাত। এ ছাড়াও আলোচিত স্বতন্ত্র প্রার্থী হিরো আলম এবং সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি দুই জনসহ মোট ১৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।  

বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র জমার শেষ দিন। রাজধানীর আগারগাঁওস্থ জেলা নির্বাচন অফিসে রিটার্নিং কর্মকর্তার কাছে অনলাইনে মনোনয়নপত্র দাখিলের পাশাপাশি সশরীরে এসে হার্ডকপিও জমা দেন নৌকার মোহাম্মদ এ আরাফাত। 

পরে সাংবাদিকদের তিনি জানান, অল্প সময়ের জন্যে উপ-নির্বাচনটা হলেও গুরুত্বের সঙ্গে নিয়েছেন। বিএনপি না আসলেও এই নির্বাচনকে তিনি প্রতিপক্ষহীন বলতে নারাজ। তার দাবি প্রতিপক্ষ আছে, কৌশলগত কারণে হয়ত তারা নেই। আরাফাত জানান, কোথাও ফাঁকা মাঠে গোল দেওয়ার কোনো সুযোগ নেই।

হিরো আলমের ‘প্রতিবাদ’

মনোনয়নপত্র জমার পর আলোচিত প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম বলেন, বগুড়ার উপ-নির্বাচনে তাকে নয়-ছয় করে হারানো হয়েছে। এজন্যে এখানে তিনি দাঁড়িয়েছেন প্রতিবাদ হিসেবে। এখানেও হারায় কিনা দেখতে চান তিনি। 

জাপার দুই প্রার্থী 

বুধবার জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদপন্থী মামুনুর রশিদ মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। বৃহস্পতিবার দলের চেয়ারম্যান জি এম কাদেরপন্থী সিকদার আনিছুর রহমান মনোনয়নপত্র জমা দেন। পরে আনিছুর রহমান বলেন, দলীয় প্রার্থীর বিষয়ে দলীয় কাগজপত্র জমা দিতে হয়। জাপা চেয়ারম্যানের নেতৃত্বে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তিনি জমা দিয়েছেন। আরেকজন যথাযথ প্রক্রিয়ায় দলীয় মনোনয়ন পাননি বলে মন্তব্য করেন তিনি।

রিটার্নিং অফিসার মুনীর হোসাইন খান জানিয়েছেন, ঘোষিত তফসিল অনুযায়ী আগ্রহীদের ১৫ জুন পর্যন্ত মনোনয়ন জমা দেওয়ার সুযোগ ছিল। মনোনয়ন বাছাই হবে ১৮ জুন। প্রত্যাহারের সময় ২৫ জুন পর্যন্ত। পরদিন হবে প্রতীক বরাদ্দ। আগামী ১৭ জুলাই সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যালট পেপারে ভোট নেওয়া হবে।

/এসএইচ/

আরও পড়ুন

×