অস্টসিডিসির উদ্যোগে শুরু হচ্ছে ‘হা-মীম গ্রুপ প্রেজেন্টস চেকমেট: এ ব্যাটল অব স্ট্র্যাটেজিক মাইন্ডস’

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২১ জুন ২০২৩ | ১৩:৪২ | আপডেট: ২১ জুন ২০২৩ | ১৪:০৩
আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাবের (অস্টসিডিসি) উদ্যোগে জাতীয় পর্যায়ে আয়োজন হতে যাচ্ছে তারুণ্যের মেধা যাচাইয়ের বিশেষ প্রতিযোগিতা। ৩ জুলাই শুরু হতে যাওয়া ‘হা-মীম গ্রুপ প্রেজেন্টস চেকমেট: এ ব্যাটল অব স্ট্র্যাটেজিক মাইন্ডস’ শীর্ষক এ প্রতিযোগিতায় অংশ নেবে দেশের প্রায় ৩০টি বিশ্ববিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থী।
প্রতিযোগিতার প্রধান পৃষ্ঠপোষক হিসেবে যুক্ত হয়েছে দেশের শীর্ষস্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠান হা-মীম গ্রুপ। মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে চ্যানেল ২৪ এবং সমকাল।
বুধবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান প্রতিযোগিতামূলক কর্মক্ষেত্রে শিক্ষার্থীদের শুরু থেকেই বিভিন্ন বিষয়ে দক্ষ ও প্রগতিশীল করে তোলার লক্ষ্যে অস্টসিডিসি পেশাগত জীবনের নানামুখী বিষয় নিয়ে ‘ডিজাইন ইউর ক্যারিয়ার’ শিরোনামে ধারাবাহিক সেমিনার ও বিভিন্ন বিষয়ে ওয়ার্কশপ আয়োজন করে আসছে। দক্ষতা বৃদ্ধির জন্য ‘কো-লার্নিং স্পেস’ নামে শিক্ষামূলক প্ল্যাটফর্মও চালায় ক্লাবটি।
ক্লাবের সভাপতি বিশ্ববিদ্যালয়ের যন্ত্রপ্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক শাহীর উদ্দীন আহমেদ বলেন, ‘আমাদের এ ধরনের প্রতিযোগিতা বেশি বেশি আয়োজন করা উচিত। এতে প্রচলিত শিক্ষাব্যবস্থার বাইরে এসে একঝাঁক তরুণ উদ্যোক্তা যেমন বেরিয়ে আসবে, পাশাপাশি প্রতিযোগীদের শিল্পভিত্তিক সমস্যা সমাধানে দক্ষতা বৃদ্ধি পাবে।’
তিন পর্বের এই প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় পর্ব সম্পন্ন হবে অনলাইনে। প্রথম পর্বে অংশগ্রহণকারী দলগুলোকে সমসাময়িক বাণিজ্য ও শিল্পের উপর নির্ভর করে একটি সমস্যা প্রদান করা হবে, যা তারা নিজেদের মেধা, জ্ঞান, দূরদর্শিতা এবং সৃজনশীলতার মাধ্যমে সমাধানের চেষ্টা করবে। ৫ জুলাই প্রথম পর্বের সমাধান প্রদান শেষে ৭ জুলাই শুরু হবে দ্বিতীয় পর্ব, যেখানে অংশগ্রহণকারী দলগুলো তাদের প্রস্তাবিত সমাধানগুলো যুক্তি সহকারে উপস্থাপন করবে। অনলাইনে ভিডিও উপস্থাপনের মাধ্যমে ১১ জুলাই দ্বিতীয় পর্বের প্রতিযোগিতা শেষ হবে, যার মধ্য থেকে আটটি দল চূড়ান্ত পর্বের জন্য মনোনীত হবে।
চূড়ান্ত পর্বে নির্বাচিত দলগুলোকে ১২ জুলাই আরেকটি সমস্যা দেওয়া হবে। তাদের প্রস্তাবিত সমাধান নিয়ে ১৬ জুলাই চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে। চূড়ান্ত পর্বে দলগত উপস্থাপনার পাশাপাশি প্রতিযোগীদের ব্যক্তিগত দক্ষতা যাচাইয়ের জন্য থাকবে এফজিডি, যেখানে প্রতিটি দল থেকে একজন সদস্য নিয়ে একটি আলাদা উপদল গঠন করা হবে এবং একটি সমস্যা নিয়ে তাৎক্ষণিক দলগত আলোচনার আয়োজন করা হবে। প্রতিটি দলের সঙ্গে একজন বিচারক থাকবেন, যিনি তাঁর দলের সদস্যদের দক্ষতা পর্যবেক্ষণ করবেন।
সবশেষে, চূড়ান্ত পর্বের জন্য প্রদান করা সমস্যা সমাধান দলগুলো উপস্থাপনের মাধ্যমে প্রতিযোগিতা শেষ হবে। এফজিডির মাধ্যমে দলগুলোর প্রত্যেক সদস্যের ব্যক্তিগত দক্ষতা এবং প্রস্তাবনা উপস্থাপনের মাধ্যমে দলগত দক্ষতা নিরীক্ষণের ভিত্তিতে বিজয়ী ঘোষণা করা হবে। বিজয়ীকে এক লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।
জাতীয় পর্যায়ে আয়োজিত হতে যাওয়া এ প্রতিযোগিতার মাধ্যমে দেশের তরুণ সৃজনশীল উদ্যোক্তার পাশাপাশি অর্থনৈতিক ও শিল্পভিত্তিক সমস্যা সমাধানে পারদর্শী মেধাবী ও শিল্পোৎসাহী প্রজন্ম বের হয়ে আসবে বলে বিশ্বাস ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাব পরিবারের।
অস্টসিডিসি গত জানুয়ারিতে চাকরি মেলার আয়োজন করে। তিনদিনব্যাপী ওই চাকরি মেলায় অতিথি হিসেবে এসেছিলেন ৩০টি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নত শিক্ষার্থীসহ চাকরিসন্ধানী উদ্যোমীরা। এতে দেশের প্রথম সারির ৪৫ প্রতিষ্ঠানে সরাসরি চাকরি আবেদনের সুযোগ ছিল। অস্টসিডিসির চাকরি মেলা সেসময় বেশ সাড়া ফেলে।
/ওয়াইএ/