ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

করোনায় আরও ২ মৃত্যু, শনাক্ত ১২১

করোনায় আরও ২ মৃত্যু, শনাক্ত ১২১

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুন ২০২৩ | ১২:১৭ | আপডেট: ২৫ জুন ২০২৩ | ১২:১৭

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা আক্রান্ত হিসেবে আরও ১২১ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন।

রোববার স্বাস্থ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আজ সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ১ হাজার ৭৪৪টি নমুনা পরীক্ষা করে ১২১ জন রোগী শনাক্ত হয়। এ হিসেবে রোগী শনাক্তের হার ছিল ৬ দশমিক ৯৪ শতাংশ। এর আগের দিন এই হার ছিল ৭ দশমিক ১৭ শতাংশ।

গত একদিনে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত নতুন রোগীদের মধ্যে ১১০ জনই ঢাকার। এ ছাড়া কক্সবাজারে ৭ জন এবং নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, নোয়াখালী ও ময়মনসিংহে একজন করে নতুন রোগী শনাক্ত হয়েছে।

নতুন রোগীদের নিয়ে দেশে করোনা আক্রান্ত মোট রোগীর সংখ্যা হয়েছে ২০ লাখ ৪২ হাজার ২৫২ জন। এ ছাড়া করোনায় মৃতের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৪৬১ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ১৪৬ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ৮ হাজার ২০০ জন।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ করোনা আক্রান্ত হয়ে দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর।

আরও পড়ুন

×