ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

হলি আর্টিসানে হামলা

রায়নার কাছে বাবা মানে ছবিতে দেখা এক মানুষ

রায়নার কাছে বাবা মানে ছবিতে দেখা এক মানুষ

ইন্দ্রজিৎ সরকার

প্রকাশ: ০১ জুলাই ২০২৩ | ১৮:০০

সাত বছর বয়সী রায়নার কাছে বাবা মানে ছবিতে দেখা একজন মানুষ, স্বজনের মুখে শোনা কিছু গল্প। কারণ, বাবার সঙ্গে তার কখনোই দেখা হয়নি। তার বাবা অকুতোভয় পুলিশ কর্মকর্তা রবিউল করিম গুলশানের হলি আর্টিসান বেকারিতে জঙ্গি হামলা ঠেকাতে গিয়ে প্রাণ হারান। সেই ঘটনার এক মাস পর পৃথিবীর আলো দেখে রায়না।

গতকাল শনিবার ছিল পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার রবিউল করিমের সপ্তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে তাঁর গ্রামের বাড়ি মানিকগঞ্জের কাটিগ্রামে নানা আয়োজনে শ্রদ্ধা-ভালোবাসায় তাঁকে স্মরণ করা হয়। সেই অনুষ্ঠানে অংশ নিয়ে কামরুন্নাহার রায়না দেখতে পায়, তার বাবার জন্য কত মানুষের চোখ অশ্রুসিক্ত! এ সময় তার সপ্তম শ্রেণিপড়ুয়া বড় ভাই সাজিদুল করিম সামিসহ পরিবারের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

সামি জানায়, বাবার সঙ্গে ঈদের নামাজ পড়তে যাওয়ার স্মৃতি মনে আছে তার। এখনও ঈদের নামাজ পড়তে যায় সে, আগের মতোই আছে সব, শুধু বাবা নেই।

রবিউল করিমের মৃত্যুবার্ষিকীতে গতকাল সকাল ১০টায় তাঁর প্রতিষ্ঠিত ‘নজরুল বিদ্যাসিঁড়ি’র সামনে থেকে শোক র‍্যালি শুরু হয়, শেষ হয় তাঁর কবরের পাশে। র‍্যালিতে অংশ নেন তাঁর প্রতিষ্ঠিত আরেক স্কুল ‘বিকনিং লাইট অর্গানাইজেশন অব ম্যানকাইন্ড অ্যান্ড সোসাইটি (ব্লুমস)’-এর শিক্ষার্থীসহ অন্যরা। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে তাঁরা ব্লুমস প্রাঙ্গণে যান।

রবিউল করিমের ছোট ভাই সাংবাদিক শামসুজ্জামান শামস বলেন, ২০১৬ সালের এই দিনে ভাইকে হারিয়েছি। মানুষের জন্য দায়বদ্ধতার জায়গা থেকে তিনি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ব্লুমস প্রতিষ্ঠা করেছিলেন। তিনি একটি বৃদ্ধাশ্রম ও বিশেষায়িত শিশুদের জন্য আবাসিক ভবন করতে চেয়েছিলেন। জঙ্গিদের ঠেকাতে গিয়ে তাঁকে প্রাণ দিতে হয়েছে। স্কুলটি পরিচালনা করতে গিয়ে বিভিন্ন সমস্যা ও প্রতিবন্ধকতার শিকার হতে হচ্ছে। এ জন্য সরকারি-বেসরকারি সহযোগিতা প্রয়োজন।

বাবার সম্পর্কে জানতে চাইলে বিভিন্ন সময়ে শোনা গল্পগুলোই বলতে থাকে রায়না। আর সামি সব সময়ই চুপচাপ। চাপা কষ্ট তাকে আঁকড়ে ধরে থাকে। তবে তারা দু’জনই বাবার আদর্শে বড় হতে চায়।

রবিউল করিমের স্ত্রী উম্মে সালমা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কাজ করছেন। ছেলেমেয়েকে নিয়ে তিনি বাবার বাড়ি ঢাকার ধামরাইয়ের কালামপুরের দক্ষিণ বেপাসাই এলাকায় থাকেন। আর সাভারের বাসায় মাকে নিয়ে থাকেন শামস।

আরও পড়ুন

×