ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

আবু আহমদ ছিদ্দিকী সিলেটের বিভাগীয় কমিশনার

আবু আহমদ ছিদ্দিকী সিলেটের বিভাগীয় কমিশনার

আবু আহমদ ছিদ্দিকী

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৩ | ১৩:১৫ | আপডেট: ১৬ জুলাই ২০২৩ | ১৩:৫৩

সরকারি কর্মচারী হাসপাতালের পরিচালক ও অতিরিক্ত সচিব আবু আহমদ ছিদ্দিকীকে সিলেটের বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। এ ছাড়া সিলেটের বিভাগীয় কমিশনারের দায়িত্বে থাকা মোশাররফ হোসেনকে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব পদে বদলি করা হয়েছে।

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপনে এসব নিয়োগের কথা জানানো হয়।

আহমদ ছিদ্দীকী প্রশাসনের ১৭তম ব্যাচের কর্মকর্তা। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নির্বাচনের আগে সরকার মাঠ প্রশাসনে নতুন কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে গত কয়েকদিনে বিভাগীয় কমিশনার ও ডিসি পদে বড় রদবদলের আদেশ হয়েছে।

অন্যদিকে সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক তরুণ কান্তি শিকদারকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব এবং বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক রেজাউল করিমকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব পদে বদলি করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মন্ত্রিপরিষদ বিভাগে বদলির আদেশ হওয়া মোশাররফ হোসেনকে মাঠ প্রশাসন অনুবিভাগের দায়িত্ব দেওয়া হতে পারে। এ পদটিতে মন্ত্রিপরিষদ বিভাগের অন্য একটি অনুবিভাগের কর্মকর্তাকে ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুন

×