ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

বিদ্যুৎ খাতের মূল্যায়ন প্রতিবেদন

অতিরিক্ত সচিব হামিদুলও সাময়িক বরখাস্ত

অতিরিক্ত সচিব হামিদুলও সাময়িক বরখাস্ত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২০ জুলাই ২০২৩ | ১৪:০২ | আপডেট: ২০ জুলাই ২০২৩ | ১৪:০২

পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সদ্য সাবেক মহাপরিচালক (সেক্টর–১) অতিরিক্ত সচিব হামিদুল হককে সাময়িক বরখাস্ত করেছে সরকার।

বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, হামিদুল হকের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ জন্য তাঁকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।

সংশ্লিষ্ট সূত্র বলছে, সম্প্রতি বিদ্যুৎ খাতের বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন সংক্রান্ত মূল্যায়ন প্রতিবেদনের জেরে হামিদুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই প্রতিবেদনের জেরে বুধবার পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সদ্য সাবেক পরিচালক উপসচিব মাহিদুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়। হামিদুল হক আগামী ১১ আগস্ট থেকে পোস্ট রিটায়ারমেন্ট লিভে (পিআরএল) যাওয়ার ২১ দিন আগে শাস্তির মুখোমুখি হচ্ছেন।

এদিকে, এ দুই কর্মকর্তার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগে বিভাগীয় মামলার সিদ্ধান্ত নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তাদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে আইএমইডি থেকে তাৎক্ষণিক আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছিল।

আইএমইডি সূত্র জানায়, বিদ্যুৎ খাত নিয়ে সমালোচনামূলক প্রতিবেদন তৈরি ও প্রকাশের পর সরকারের শীর্ষ মহলে ব্যাপক প্রতিক্রিয়া হয়। বিষয়টি নিয়ে গত মন্ত্রিসভা বৈঠক ও একনেক বৈঠকেও আলোচনা হয়। বিদ্যুৎ খাতের প্রতিবেদন সংক্রান্ত বিষয় খতিয়ে দেখতে আইএমইডির এক অতিরিক্ত সচিবের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর বাইরে একাধিক সংস্থা বিষয়টি নিয়ে কাজ করছে। 

আইএমইডি সূত্র বলছে, আলোচিত মূল্যায়ন প্রতিবেদনে বিদ্যুৎ খাতের উন্নয়নকে ‘লুটেরা মডেল’ হিসেবে অভিহিত করা হয়। খাতটি ভারত ও চীনের ব্যবসায়ীদের জন্য অবাধ ক্ষেত্র বলে উল্লেখ করা হয়। সেইসঙ্গে এ খাতের বিভিন্ন অপ্রয়োজনীয় ব্যয় বর্ধনকারী উদ্যোগের সমালোচনা করা হয়। প্রতিবেদন তৈরির মূল দায়িত্বে ছিলেন উপসচিব মাহিদুর রহমান। সেক্টর প্রধান হিসেবে তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন হামিদুল হক।

তবে উভয় কর্মকর্তার দাবি, বিদ্যুৎ খাত সংক্রান্ত মূল্যায়ন প্রতিবেদনের অংশ বিশেষে একটি পত্রিকার কলাম লেখকের লেখার অংশ ভুলক্রমে উঠানো হয়েছিল। অসাবধানতাবশত সে অংশটি আইএমইডির ওয়েবসাইটে প্রকাশ হয়। পরে সেটি সংশোধন করা হয়েছে।

আরও পড়ুন

×