ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

হিরো আলমকে ‘হুমকিদাতা’ কারাগারে

হিরো আলমকে ‘হুমকিদাতা’ কারাগারে

প্রতীকী ছবি

আদালত প্রতিবেদক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৩ | ১৬:১০ | আপডেট: ২৬ জুলাই ২০২৩ | ১৬:১০

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন ওরফে হিরো আলমকে ‘বস্তায় ভরে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেওয়ার’ হুমকিদাতা আবু আহম্মদকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার তাকে আদালতে হাজির করে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে আটক রাখার আবেদন করেন হাতিরঝিল থানার এসআই আব্দুল কাদির। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মোশাররফ হোসেন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এ সময় আবু আহম্মদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। হাতিরঝিল থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার সাব-ইন্সপেক্টর রাফাত আরা সুলতানা এসব তথ্য জানিয়েছেন। 

এর আগে সোমবার রাতে হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি করেন হিরো আলম। তাতে তিনি বলেছিলেন, ‘সোমবার রাত পৌনে ১০টা থেকে সোয়া ১১টা পর্যন্ত তিনবার অজ্ঞাতনামা ওই ব্যক্তি তাঁকে ফোন দিয়ে অকথ্য ভাষায় গালাগালি করে। ওই ব্যক্তিকে গালিগালাজ করতে নিষেধ করলে সে আগামী সাত দিনের মধ্যে প্রাণে মেরে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেবে বলে হুমকি দেয়।’

আরও পড়ুন

×