কুয়েত গেলেন সেনাপ্রধান, আলোচনা হবে আরও বাংলাদেশি সেনা মোতায়েন নিয়ে

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩০ জুলাই ২০২৩ | ১৮:০০
সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ কুয়েত সফরে গেছেন। কুয়েতের সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল গাজী হাসান আল-শামারির আমন্ত্রণে তাঁর এই সফর। সেনাপ্রধানের এই সফরের অন্যতম লক্ষ্য হলো অপারেশন কুয়েত পুনর্গঠন কার্যক্রমে বাংলাদেশ সেনাবাহিনীর আরও সদস্য মোতায়েনের বিষয়ে আলোচনা করা। রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
সফরকালে সেনাবাহিনী প্রধান কুয়েতের প্রতিরক্ষামন্ত্রী শেখ আবদুল্লাহ আরী আবদুল্লাহ আল-সালেম আল-সবাহ ও সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফসহ ঊর্ধ্বতন সামরিক-বেসামরিক ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। তিনি আলী আল সাবাহ মিলিটারি একাডেমি ও বাংলাদেশি সেনাদের কার্যক্রম পরিদর্শন করবেন এস এম শফিউদ্দিন আহমেদ।
- বিষয় :
- সেনাপ্রধান
- এস এম শফিউদ্দিন আহমেদ
- কুয়েত