ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

গুলিস্তানে মাদ্রাসাছাত্র নিহতের মামলা ডিবিতে স্থানান্তর

গুলিস্তানে মাদ্রাসাছাত্র নিহতের মামলা ডিবিতে স্থানান্তর

রেজাউল করিম

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৩ | ১৬:২৬ | আপডেট: ৩১ জুলাই ২০২৩ | ১৬:২৬

রাজধানীর গুলিস্তানে দু’পক্ষের সংঘর্ষের মাঝে পড়ে মাদ্রাসাছাত্র রেজাউল করিম নিহতের ঘটনায় দায়ীদের তিন দিনেও শনাক্ত করতে পারেনি পুলিশ। এ ঘটনায় করা মামলাটি সোমবার পল্টন থানা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে (ডিবি) স্থানান্তর করা হয়েছে। তদন্ত-সংশ্লিষ্টরা আশা করছেন, দ্রুতই অপরাধীদের আইনের আওতায় আনা সম্ভব হবে।

ডিবি মতিঝিল বিভাগের উপকমিশনার রাজীব আল মাসুদ সমকালকে বলেন, শিক্ষার্থী হত্যায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা ও প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণ করে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে। 

এর আগে ২৮ জুলাই সন্ধ্যায় আওয়ামী লীগের শান্তি সমাবেশ থেকে ফেরার পথে গুলিস্তানে দলটির দুই নেতার অনুসারীর মধ্যে সংঘর্ষ হয়। এর মাঝে পড়ে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন রেজাউল। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ওই ঘটনায় আরও অন্তত চারজন গুরুতর আহত হন। তারা হলেনু কেরানীগঞ্জের যুবলীগ কর্মী নোমান হোসেন রনি, স্কুলছাত্র জুবায়ের হোসেন, দিনমজুর মোবাশ্বের ও রাজমিস্ত্রি আরিফুল ইসলাম। 

সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকা-২ আসনের এমপি ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম এবং কেরানীগঞ্জ আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদের অনুসারীদের মধ্যে সেদিন সংঘর্ষ হয়। শাহীন আহমেদের অভিযোগ, তাঁর কর্মীদের ওপর হামলা চালান এমপির অনুসারীরা। তবে এমপি জানিয়েছেন, তাঁর কর্মীদের সঙ্গে কারও সংঘর্ষ হয়নি।

পল্টন থানার ওসি সালাহউদ্দীন মিয়া গতকাল বলেন, ঘটনার পরপরই পুলিশ হত্যা-হামলায় জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা শুরু করে। তবে নিশ্চিত না হওয়ায় কাউকে আটক করা হয়নি। 


আরও পড়ুন

×