পরিবার পরিকল্পনা মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ১০ সাংবাদিক

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০২ আগস্ট ২০২৩ | ১৫:২৮ | আপডেট: ০২ আগস্ট ২০২৩ | ১৫:২৮
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মিডিয়া অ্যাওয়ার্ড পেয়েছেন সমকালের স্টাফ রিপোর্টার সাজিদা ইসলাম পারুলসহ ১০ গণমাধ্যমকর্মী।
বুধবার রাজধানীর শাহবাগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব কনভেনশন সেন্টারের মধুমতি হলে এক অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে পরিবার পরিকল্পনা অধিদপ্তর এ দিন আলোচনা সভা ও মিডিয়া অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানের আয়োজন করে।
তিন ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্ত অন্য সাংবাদিকরা হলেন দৈনিক কালবেলার সিনিয়র রিপোর্টার রীতা ভৌমিক, স্টাফ রিপোর্টার মাহমুদুল হাসান, দৈনিক সাতমাথা বগুড়ার বার্তা সম্পাদক এফ শাহজাহান, বাসসের সিনিয়র রিপোর্টার বরুণ কুমার দাশ, দ্য ওশান টাইমসের নিজস্ব প্রতিবেদক কেফায়েত উল্লাহ চৌধুরী, এটিএন বাংলার বিশেষ প্রতিনিধি শারফুল আলম, ডিবিসি টিভির সিনিয়র রিপোর্টার তাহসিনা জেসি, বিটিভির মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি ফারহানা মির্জা এবং বাংলাদেশ বেতারের কেন্দ্রীয় বার্তা সংস্থা সংবাদদাতা আসিফ ইকবাল।
শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা কর্মী হিসেবে পুরস্কার পেয়েছেন বরিশাল সদরের জাগুয়া ইউনিয়নের পরিবার কল্যাণ সহকারী মেরিনা আক্তার, পাবনার রূপপুর ইউনিয়নের ইয়াসমিন খানম, পরিবার কল্যাণ পরিদর্শক নরসিংদীর রায়পুরার রেনুকা আফরোজ, ঝিনাইদহের মহাসীন আলী, বরগুনার আমতলীর হলদিয়া ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার অনুজ রায়।
শ্রেষ্ঠ সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে পুরস্কার পেয়েছে মাদারীপুরের শিবচরের কাদিরপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, কুষ্টিয়ার আব্দালপুর ইউনিয়ন পরিষদ, গোপালগঞ্জ উপজেলা পরিষদ।
স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন স্বাস্থ্যমন্ত্রী।
বিশেষ অতিথির বক্তব্য দেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. আনোয়ার হোসেন হাওলাদার, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক টিটো মিঞা, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূর, এনডিসি এবং ইউএনএফপিএ বাংলাদেশ প্রতিনিধি ক্রিস্টিন ব্লখুসি। স্বাগত বক্তব্য দেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক সাহান আরা বানু।