ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

টিভি সেটের লাইসেন্স ফি আদায় চায় সংসদীয় কমিটি

টিভি সেটের লাইসেন্স ফি আদায় চায় সংসদীয় কমিটি

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২১ অক্টোবর ২০১৯ | ১২:৪০

আবাসিক ভিত্তিতে ব্যবহৃত টেলিভিশনের লাইসেন্স ফি আদায় কার্যক্রম জোরদারের পক্ষে মত দিয়েছে তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। তাদের মতে, যথাযথ মনিটরিংয়ের আওতায় এনে লাইসেন্স ফি আদায় করা গেলে বাংলাদেশ টেলিভিশনের আয় বাড়ানো সম্ভব।

সোমবার সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বিষয়টি পর্যালোচনা করে কমিটির কাছে প্রতিবেদন দেওয়ার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়। বৈঠকে উপস্থিত সূত্রে এ তথ্য জানা গেছে।

কমিটির সভাপতি হাসানুল হক ইনুর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, কমিটির সদস্য কাজী কেরামত আলী, আকবর হোসেন পাঠান (ফারুক), মমতা হেনা লাভলী ও সালমা চৌধুরী অংশ নেন। বিশেষ আমন্ত্রণে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানও বৈঠকে উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে কমিটির সদস্য মমতা হেনা লাভলী বলেন, লাইসেন্স ফির বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। মন্ত্রণালয়কে এটি পর্যালোচনা করে দেখতে বলা হয়েছে।

এদিকে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, টেলিভিশন সেটের ওপর লাইসেন্স ফি পুনঃধার্যের বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা করে একটি প্রস্তাব কমিটির কাছে উপস্থাপনের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়েছে।

সংশ্নিষ্টরা জানান, 'দ্য টেলিভিশন রিসিভিং অ্যাপারেটাস (পজেশন অ্যান্ড লাইসেন্সিং) রুলস, ১৯৭০ অনুযায়ী আবাসিক ভিত্তিতে ব্যবহূত টেলিভিশন ও বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহূত টেলিভিশনের লাইসেন্স গ্রহণ বাধ্যতামূলক করা হয়। ১৯৯৩ সালে প্রথমবারের মতো টেলিভিশন, ভিসিআর ও স্যাটেলাইট টিভি রিসিভারের ফি নির্ধারণ করে তা আদায় কার্যক্রম জোরদার করা হয়।

পরবর্তী পর্যায়ে সরকার টিভি সেট কেনার সময়েই এই ফি এককালীন আদায়ের ব্যবস্থা চালু করে। তবে মনিটরিং না থাকায় বিষয়টি এখন অকার্যকর হয়ে পড়ে। এমন পরিস্থিতি ২০১৪ সালে সরকার আরেক দফায় লাইসেন্স ফি বাড়িয়ে পুনর্নির্ধারণ করে। ওই সময় সরকার আবাসিক ভিত্তিতে ব্যবহৃত বিভিন্ন ধরন ও পরিমাপের টিভি সেটের পুনর্নির্ধারিত এককালীন আবাসিক টেলিভিশন লাইসেন্স ফি সাদাকালো টিভি ৬০০ টাকা, সাধারণ রঙিন টিভি ২১ ইঞ্চি পর্যন্ত ১ হাজার ৫০০ টাকা, সাধারণ রঙিন টিভি ২২ ইঞ্চি বা তদূর্ধ্ব ১ হাজার ৮০০ টাকা, এলসিডি/এলইডি টিভি ২১ ইঞ্চি পর্যন্ত ১ হাজার ৮০০ টাকা, এলসিডি/এলইডি টিভি ২২ থেকে ৩৬ ইঞ্চি পর্যন্ত ২ হাজার ৪০০ টাকা এবং এলসিডি/এলইডি টিভি ৩৭ ইঞ্চি বা তদূর্ধ্ব ৩ হাজার টাকা পুনর্নির্ধারণ করে।

এই লাইসেন্স ফি টেলিভিশন বিক্রেতাদের বিক্রয়ের সময় গ্রাহকদের থেকে দামের সঙ্গে গ্রহণ করে সরকারের সংশ্লিষ্ট কোষাগারে জমা দেওয়ার কথা রয়েছে। কিন্তু সরকারের মনিটরিংয়ের অভাবে লাইসেন্স ফি গ্রহণের আইন কার্যকর থাকলেও সেই অর্থে বাস্তবায়ন নেই। বর্তমানে বাণিজ্যিকভাবে ব্যবহূত টেলিভিশন সেট ও স্যালেটাইট নেটওয়ার্ক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে লাইসেন্স ফি আদায়ের বিষয়টি চালু রয়েছে।

এ ছাড়া কমিটিতে বঙ্গবন্ধু স্যাটেলাইটের সঙ্গে সরকারি-বেসরকারি টেলিভিশনের সংযোগ স্থাপন এবং সম্প্রচারের ক্ষেত্রে চ্যানেল ক্রমধারায় দেশি চ্যানেলগুলোকে অগ্রাধিকার দেওয়ার বিষয়ে আলোচনা করা হয়।

আরও পড়ুন

×