ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

শহীদ শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকীতে বঙ্গবন্ধু পরিষদের শ্রদ্ধা

শহীদ শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকীতে বঙ্গবন্ধু পরিষদের শ্রদ্ধা

একদিকে গরম, অন্যদিকে লোডশেডিং। এতে বেড়েছে চার্জার ফ্যানের বেচাকেনা। সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম মার্কেট থেকে তোলা সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৩ | ১৫:০৪ | আপডেট: ০৫ আগস্ট ২০২৩ | ১৫:০৪

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, বিশিষ্ট ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক, বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তার বেদনাক্লিষ্ট স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছে বঙ্গবন্ধু পরিষদ। 

শনিবার সকাল ১০টায় পরিষদের সভাপতি (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড আ আ ম স আরেফিন সিদ্দিক ও সাধারণ সম্পাদক অধ্যাপক আ ব ম ফারুকের নেতৃত্বে বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ধানমন্ডি সাত মসজিদ রোডের আবাহনী মাঠে অবস্থিত শহিদ শেখ কামাল স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে এ শ্রদ্ধা জ্ঞাপন করেন। এ সময় বঙ্গবন্ধু পরিষদের ঢাকা মহানগর কমিটি ও বিভিন্ন ইউনিট কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্ব স্ব কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে ১৯৭৫ সালের ১৫ আগষ্ট ঘাতকের বুলেটের আঘাতে নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব ও শহীদ শেখ কামালসহ বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যের আত্মার শান্তি কামনা করে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

আরও পড়ুন

×