মানব পাচার রোধে সিআইডির মনিটরিং সেল গঠন

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৩ | ১৮:২২ | আপডেট: ০৯ আগস্ট ২০২৩ | ১৮:২২
মানব পাচার রোধে মনিটরিং সেল গঠন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। দেশের মানব পাচার-সংক্রান্ত মামলা এবং অবৈধ অভিবাসন ঠেকাতে এ সেল গঠন করা হয়েছে। এর ফোকাল পয়েন্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন একজন অতিরিক্ত পুলিশ সুপার।
বুধবার রাজধানীর মালিবাগে সিআইডি সদরদপ্তরের সম্মেলন কক্ষে দিনব্যাপী কর্মশালায় এসব তথ্য জানানো হয়। অভিবাসী শ্রমিকদের ন্যায়বিচারের অভিগম্যতা নিশ্চিত করতে সিআইডির সঙ্গে সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে হেলভেটাস বাংলাদেশের সহায়তায় জাতীয় মহিলা আইনজীবী সমিতি এ আয়োজন করে। এর উদ্বোধন করেন সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া। এতে পুলিশ কর্মকর্তাসহ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সভাপতি সালমা আলী, বিএমইটির উপপরিচালক মাসুদ রানা, হেলভেটাস বাংলাদেশের প্রকল্প পরিচালক আবুল বাশার, সিম্স প্রকল্প ও ওকাপের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
কর্মশালায় নিরাপদ অভিবাসনসহ মানব চোরাচালান প্রতিরোধে পুলিশের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। এ ছাড়া মানব পাচারকারী গডফাদারদের চিহ্নিত করে আইনের আওতায় এনে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য জোরালো উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত হয়।
- বিষয় :
- মানব পাচার
- মানব পাচার রোধ
- সিআইডি