ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

অবৈধ সম্পদ অর্জন

রিজেন্ট সাহেদের মামলার রায় ২১ আগস্ট

রিজেন্ট সাহেদের মামলার রায় ২১ আগস্ট

সাহেদ করিম। ফাইল ছবি

আদালত প্রতিবেদক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৩ | ১২:১৯ | আপডেট: ১০ আগস্ট ২০২৩ | ১২:২৬

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ করিমের বিরুদ্ধে দুদকের করা মামলার রায় আগামী ২১ আগস্ট ঘোষণা করা হবে।

বৃহস্পতিবার ঢাকার সাত নম্বর বিশেষ জজ আদালতের বিচারক প্রদীপ কুমার রায় মামলাটির যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য এদিন ঠিক করেন।

অবৈধভাবে এক কোটি ৬৯ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগে ২০২১ সালের ১ মার্চ সাহেদ করিমের বিরুদ্ধে মামলা করে দুদক। গত বছরের ২ ফেব্রুয়ারি দুদক আদালতে চার্জশিট জমা দেয়। এরপর গত বছরের ১৭ জুলাই সাহেদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।  এই মামলায় ১০ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত। 

এর আগে ২০২০ সালের ২৮ সেপ্টেম্বর এ আসামিকে অস্ত্র আইনে মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। 

রিজেন্ট হাসপাতালে করোনার নমুনা পরীক্ষায় জালিয়াতির মামলায় ২০২০ সালের ১৫ জুলাই সাহেদকে অবৈধ অস্ত্রসহ সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করে র‌্যাব। 


আরও পড়ুন

×