বিদেশে বিপুল সম্পদ
তদন্তের আদেশ প্রত্যাহারে এস আলমের আবেদন খারিজ

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৩ | ১৬:০৫ | আপডেট: ১৩ আগস্ট ২০২৩ | ১৬:০৫
এস আলম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলমের বিরুদ্ধে বিদেশে বিপুল পরিমাণ সম্পদ গড়ার অভিযোগ তদন্তে হাইকোর্টের আদেশ প্রত্যাহার চেয়ে মৌখিক আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।
বিচারপতি নজরুল ইসলাম তালুকদার এবং বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ রোববার এ আদেশ দেন।
এর আগে ৪ আগস্ট ‘এস আলমের আলাদিনের চেরাগ’ শিরোনামে একটি ইংরেজি দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। এর পর ৬ আগস্ট স্বপ্রণোদিত হয়ে তদন্তের নির্দেশ দেন হাইকোর্ট।
এতে দুর্নীতি দমন কমিশন (দুদক), বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) দুই মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়।
আজ এস আলম গ্রুপের আইনজীবী ব্যারিস্টার আজমালুল হোসেন হাইকোর্টের ওই আদেশ প্রত্যাহার চেয়ে সংশ্লিষ্ট বেঞ্চে মৌখিকভাবে আবেদন করেন।
এর জবাবে আদালত বলেন, আদেশ ইতোমধ্যে সই হয়েছে, তাই এটি প্রত্যাহারের সুযোগ নেই।
এ সময় আদালতে দুদকের আইনজীবী খুরশিদ আলম খান উপস্থিত ছিলেন।