ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

শিশু গৃহকর্মী খুনের পর পালিয়ে যান গৃহকর্ত্রী: পুলিশ

শিশু গৃহকর্মী খুনের পর পালিয়ে যান গৃহকর্ত্রী: পুলিশ

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৩ | ১৬:৪১ | আপডেট: ২৬ আগস্ট ২০২৩ | ১৬:৪১

রাজধানীর কলাবাগানের সেন্ট্রাল রোডের একটি বাসা থেকে ৮-৯ বছর বয়সের এক শিশু গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ বলছে, হত্যার পর ওই বাসার গৃহকর্ত্রী সাথী পারভিন পালিয়ে গেছেন।

শনিবার ওই গৃহকর্মীর মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতলে পাঠায় কলাবাগান থানা পুলিশ। কিন্তু রাত সাড়ে ৮টা পর্যন্ত তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে শিশুটির মা আছেন। বাবা অন্য আরেকটি বিয়ে করে আলাদা থাকেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রমনা বিভাগের নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) রেফাতুল ইসলাম জানান, একটি তথ্যের ভিত্তিতে কলাবাগান সেন্ট্রাল রোডের বাসায় উদ্ধার অভিযান শুরু করি। এ সময় ওই ভবনের প্রতিটি ফ্লোরের সব বাসায় কোনো সমস্যা আছে কিনা জানতে চাই। কিন্তু একটি ফ্ল্যাটে বারবার কলিং বেল বাজানো ও ডাকাডাকি করে না খোলায় একপর্যায়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখা যায়, বিছানায় একটি শিশুটির মৃতদেহ পড়ে আছে। শিশুটির মুখে ফেনা ছিল বলে ধারণা করা হচ্ছে, তাকে বালিশচাপা দিয়ে হত্যা করা হয়েছে।

ভবনের অন্য ফ্লাটের বাসিন্দাদের বরাত দিয়ে রেফাতুল জানান, সাথী পারভিন নিজেকে সার্ভেয়ার (জরিপকারক) এবং রাজনৈতিক কর্মী পরিচয় দিতেন। একমাত্র মেয়েকে নিয়ে তিনি বাসাটিতে থাকতেন। তিন বছর আগে স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর থেকে তিনি সেখানে থাকেন। ভবনের ক্লোজ সার্কিট ক্যামেরায় (সিসিটিভি) দেখা গেছে, শুক্রবার সকাল ৯টায় সাথী তাঁর মেয়েকে নিয়ে বাসা থেকে বেরিয়ে যাচ্ছেন। এরপর আর তারা ফেরেননি। এসি জানান, শিশুটির পরিচয় জানতে এবং গৃহকর্ত্রী ও তার মেয়ের খোঁজে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে নেমেছেন। 

শিশুটির মরদেহে বালিশে মাথা রাখা অবস্থায় পাওয়া গেছে। ওই ছবিতে দেখা যায়, তার মুখে ও দুই হাতে অসংখ্য কাটা ও আঘাতের চিহ্ন। সে নির্মম নির্যাতনের শিকার হয়েছে– এমনটা বোঝা যাচ্ছে।

কলাবাগান থানার পরিদর্শক (তদন্ত) বিজন কুমার দাস জানান, শিশুটির লাশ উদ্ধার করে ঢামেক হাসপাতালে রাখা হয়েছে। পরিবারকে খোঁজ করা হচ্ছে। মামলা প্রক্রিয়াধীন।


আরও পড়ুন

×