সহকারী জজ নিয়োগ
পুলিশ ভেরিফিকেশনেই ৭ মাস পার ১০৩ জনের

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৩ | ০০:৫৮ | আপডেট: ২৮ আগস্ট ২০২৩ | ০০:৫৮
চূড়ান্ত ফল প্রকাশের পর কেটে গেছে সাত মাস। ১০৩ জন প্রার্থীর বিষয়ে এখনও যাচাই শেষ করতে পারেনি পুলিশ। ফলে আটকে আছে ১৫তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা (বিজেএস) সুপারিশপ্রাপ্তদের নিয়োগ। জুডিশিয়াল সার্ভিস কমিশন বলছে, পুলিশের ভেরিফিকেশন প্রতিবেদন পেলেই নিয়োগ সম্পন্ন হবে। তবে কবে নাগাদ প্রতিবেদন জমা দেওয়া হবে, সে সম্পর্কে তথ্য দিতে রাজি হয়নি পুলিশের বিশেষ শাখা (এসবি)।
১৫ মাস আগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর তিন ধাপে পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হন প্রার্থীরা। কিন্তু নিয়োগ না হওয়ায় সামাজিকভাবে বিড়ম্বনায় পড়ছেন বলে জানান তারা।
বিজেএসসির ওয়েবসাইটের তথ্য বলছে, ১৫তম বিজেএসের মাধ্যমে সহকারী জজ নিয়োগের জন্য গত বছরের ১২ মে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজেএস কমিশন গত বছরই প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষা নেয়। এ বছর মৌখিক পরীক্ষা শেষে গত ২৪ জানুয়ারি চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এতে ১০৩ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়। কিন্তু এখনও গেজেট না হওয়ায় চাকরিতে যোগ দিতে পারছেন না চূড়ান্ত প্রার্থীরা।
এদিকে, ফল প্রকাশের আট মাসের বেশি সময় পর সম্পন্ন হয় ১৪তম জুডিশিয়াল সার্ভিসের নিয়োগ। গত ৭ আগস্ট বিজেএস কমিশনের চেয়ারম্যান প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে কমিশনের বার্ষিক প্রতিবেদন-২০২২ পেশ করেন। ওই সময় বিচারক নিয়োগ প্রক্রিয়া গতিশীল করতে কমিশনকে আহ্বান জানান রাষ্ট্রপতি।
এ ব্যাপারে জুডিশিয়াল সার্ভিস কমিশনের সদস্য অধ্যাপক ড. সীমা জামান বলেন, ১৫তম বিজেএস পরীক্ষায় অংশগ্রহণকারীদের মৌখিক পরীক্ষা হয়েছে। নিয়োগের জন্য সুপারিশও করা হয়েছে। এখন পুলিশ ভেরিফিকেশন চলছে। পুলিশের যাচাই প্রতিবেদন শেষ হলেই প্রজ্ঞাপন জারি করা হবে।