ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

নাম রাখার আগেই চুরি শাহিনার প্রথম সন্তান

নাম রাখার আগেই চুরি শাহিনার প্রথম সন্তান

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৩ | ১৮:০০ | আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৩ | ০১:৩৪

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে তিন দিন বয়সী এক নবজাতক চুরির ঘটনা ঘটেছে। ছেলে সন্তানটির নাম রাখার আগেই চুরি হয়ে যাওয়ায় আক্ষেপ করছেন দম্পতি। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।

হিরণ মিয়া ও শাহিনা বেগম দম্পতি জানান, গত ২৭ আগস্ট ভোলা সদর থেকে এসে শাহিনা বেগম ঢামেক হাসপাতালে ভর্তি হন। পরদিন হাসপাতালের গাইনি ওয়ার্ডে সিজারের মাধ্যমে ছেলে সন্তানের জন্ম হয়। দেড় বছরের সংসারে এটিই তাদের প্রথম শিশু। ভূমিষ্ঠ হওয়ার পর শিশুটি তার মায়ের বুকের দুধ পাচ্ছিল না। এ জন্য অন্য এক নারীর দুধ পান করাচ্ছিলেন তারা।

শিশুর বাবা বলেন, ‘গতকাল দুপুরে স্ত্রী ও মাকে রেখে মিরপুরের রূপনগরে খাবার আনতে যাই। এর মধ্যে দেড়টার দিকে শিশু ওয়ার্ডের ১০৬ নম্বর রুমের এক্সট্রা ১ নম্বর বেড থেকে এক নারী শিশুকে চুরি করে নিয়ে যায়। তাকে না পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিলে পুলিশ আসে।’

হাসপাতাল সূত্র জানায়, পরিবারের লোকজন ও হাসপাতাল কর্তৃপক্ষ বিভিন্ন ওয়ার্ডে খোঁজাখুঁজি করে কোথাও শিশুটিকে পাননি। শিশুটির বাবা পেশায় রাজমিস্ত্রি।

আরও পড়ুন

×