এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলবে বিআরটিসির ৭৯ বাস

ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৩ | ১৩:২৬ | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৩ | ১৩:২৬
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি)। সোমবার থেকে এসব বাস চলাচল করবে। প্রাথমিকভাবে এক্সপ্রেসওয়েতে ৭৯টির মতো বাস চলবে।
রোববার বিআরটিসি চেয়ারম্যান মো. তাজুল ইসলাম সমকালকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, এসব বাস কাওলা থেকে এক্সপ্রেসওয়েতে উঠে তেজগাঁও-ফার্মগেট হয়ে বিভিন্ন রুটে চলাচল করবে। তবে এসব বাসে চলাচলকারী যাত্রীরা পথিমধ্যে কোথাও নামার সুযোগ সুযোগ পাবেন না। ভাড়া নেওয়া হবে বর্তমান তালিকা অনুযায়ী।
যাত্রীরা যাতে নির্বিঘ্নে কম সময়ে চলাচল করতে পারেন এজন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলাচলকারী বাসের যাত্রী চাহিদা বৃদ্ধি পেলে ভবিষ্যতে এসি বাস চালানোর পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
এর আগে গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দর-ফার্মগেট অংশের উদ্বোধন করেন। আজ সকাল ৬টা থেকে এক্সপ্রেসওয়ের এই অংশে যানবাহন চলাচল শুরু হয়।