চুয়েটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

চুয়েট প্রতিনিধি
প্রকাশ: ২২ অক্টোবর ২০১৯ | ০৮:৩৮
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) লেভেল-১ কোর্সের প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। ফল চুয়েটের ওয়েবসাইটে (www.cuet.ac.bd) পাওয়া যাচ্ছে।
মঙ্গলবার বিকেল ৫টায় ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী স্বাক্ষরিক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এবারের ভর্তি পরীক্ষায় ১২টি বিভাগে ভর্তির জন্য নিয়মিত ৮৯০ আসনের (১১টি উপজাতি কোটাসহ সর্বমোট ৯০১ আসন) বিপরীতে ৮ হাজার ৪৮১ জন চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করেন। এদের মধ্যে মেধা তালিকায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য হতে প্রথম পর্যায়ে মোট ৪ হাজার জনের তালিকা প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আগামী ৬ নভেম্বর সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মেধাতালিকা থেকে ছাত্র-ছাত্রী ভর্তি কার্যক্রম শুরু হবে। আসন খালি থাকা সাপেক্ষে অপেক্ষমাণ তালিকা হতে ভর্তির জন্য প্রথম তালিকা আগামী ৬ নভেম্বর এবং দ্বিতীয় অপেক্ষমাণ তালিকা আগামী ১৩ নভেম্বর প্রকাশ করা হবে। অন্যদিকে অপেক্ষমাণ তালিকা হতে ভর্তির জন্য প্রকাশিত প্রথম তালিকা থেকে ১৩ নভেম্বর এবং দ্বিতীয় অপেক্ষমাণ তালিকা থেকে আগামী ২০ নভেম্বর শিক্ষার্থী ভর্তি করা হবে।
ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে (http://www.cuet.ac.bd/admission অথবা http://student.cuet.ac.bd/admission2019) পাওয়া যাবে।
- বিষয় :
- চুয়েটে ভর্তি
- ভতি পরীক্ষা
- ভর্তি পরীক্ষার ফল