ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

সুপ্রিম কোর্টে দৃষ্টিনন্দন লাইব্রেরির যাত্রা শুরু

সুপ্রিম কোর্টে দৃষ্টিনন্দন লাইব্রেরির যাত্রা শুরু

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৩ | ১৫:০৭ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৩ | ১৫:০৭

প্রায় ৫০ বছরের আইন পেশায় নিজের সংগ্রহে থাকা আইনের চার হাজার দুর্লভ বই সুপ্রিম কোর্টের আপিল বিভাগের লাইব্রেরিতে দান করলেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। দেশ-বিদেশের আইন ও মামলার রায়-সংক্রান্ত এ চার হাজার বই নিয়ে রোববার থেকে দৃষ্টিনন্দন নির্মাণশৈলীর এ লাইব্রেরি যাত্রা শুরু করেছে।

চার হাজার আইনের বই দান প্রসঙ্গে সুপ্রিম কোর্টের বর্ষীয়ান আইনজীবী ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ সাংবাদিকদের বলেন, ‘দুদিন পর তো আমি বিগত হয়ে যাব। তখন এ বইগুলো তো আর আমার কেউ ব্যবহার করবে না। কারণ, আমার পরিবারের কেউ আইন পেশায় নেই। তাই ১৯৭৬ সালে সুপ্রিম কোর্টে আইন পেশা শুরুর পর থেকে সংগ্রহ করা বইগুলো সুপ্রিম কোর্টে ডোনেট করলাম। আমার বিশ্বাস বইগুলো এখানে সঠিকভাবে ব্যবহার হবে।’

আগের মতো প্র্যাকটিসে (আইন পেশায়) যুক্ত না হলেও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের নিচতলার চেম্বারে মাঝেমধ্যে আসবেন বলে জানান দেশের বিশিষ্ট এ আইনজ্ঞ। জীবনের সুদীর্ঘ পথচলায় আইন অঙ্গনকে এখন কেমন দেখছেন এমন প্রশ্নে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক এ সভাপতি বলেন, ‘যখন ঢুকেছিলাম তখন এক অবস্থা ছিল। যখন বিদায় বেলা তখন আরেক অবস্থা দেখছি।’

এদিন সকালে সুপ্রিম কোর্টের মূল ভবনের নিচতলায় সুসজ্জিত লাইব্রেরি কক্ষ উদ্বোধন করা হয়। সাবেক প্রধান বিচারপতি এ টি এম আফজাল এ লাইব্রেরি উদ্ধোধন করেন।

এ সময় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, সাবেক প্রধান বিচারপতি রুহুল আমিন, সাবেক প্রধান বিচারপতি তাফাজ্জাল ইসলাম, সাবেক প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি আবু জাফর সিদ্দিকীসহ আপিল বিভাগের সাবেক বিচারপতি ও সুপ্রিম কোর্টের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×