ইউল্যাব ফল সেমিস্টারের নবীনদের ওরিয়েন্টেশন সম্পন্ন

ডন সামদানি ফ্যাসিলিটেশন অ্যান্ড কনসালটেন্সি’র প্রধান ইন্সপাইরেশনাল অফিসার গোলাম সামদানি ডন ও ইউল্যাব উপাচার্য অধ্যাপক ইমরান রহমান
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৩ | ০৫:২৩ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৩ | ০৫:২৩
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) গতকাল শনিবার (২৩ সেপ্টেম্বর) ঢাকার মোহাম্মদপুরে স্থায়ী ক্যাম্পাসে ফল সেমিস্টারের নবীনদের জন্য ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করে। ডন সামদানি ফ্যাসিলিটেশন অ্যান্ড কনসালটেন্সি’র প্রধান ইন্সপাইরেশনাল অফিসার গোলাম সামদানি ডন এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে গোলাম সামদানি ডন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘ভবিষ্যৎ কর্মজীবনে সফল হতে ভালো গ্রেড অর্জনের পাশাপাশি কো-কারিকুলার কার্যক্রমে অংশগ্রহণ জরুরি।’ সেই সঙ্গে কোনো খণ্ডকালীন চাকরিতে জড়িত থেকে নিজের দক্ষতা বৃদ্ধির উপরও তিনি জোর দেন।
উদ্বোধনী বক্তব্যে ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ইমরান রহমান নবীনদের ডিন ও বিভাগীয় প্রধানদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। এ সময় তিনি ইউল্যাবের বিভিন্ন কার্যক্রম যেমন অ্যাডভেঞ্চার ক্লাব ট্যুর, ডিউক অক এডিনবার্গ অ্যাওয়ার্ডস ইত্যাদির কথা উল্লেখ করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রো-ভাইস চ্যান্সেলর, কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার, ডিন, বিভাগীয় প্রধান, অনুষদ সদস্য, প্রশাসনিক কর্মকর্তা ও নবাগত শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।