ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ফেঁসে যাচ্ছেন লায়লা-হাকিম!

ফেঁসে যাচ্ছেন লায়লা-হাকিম!

আদালত প্রতিবেদক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৩ | ১৩:৩০ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৩ | ১৬:৫২

সুলতান’স ডাইনের কাচ্চি বিরিয়ানিতে ‘খাসির গোস্ত নয়, বিড়ালের গোস্ত’ ছিল বলে প্রচারের অভিযোগে দু’জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে পিবিআই।

১৯ সেপ্টেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে এ চার্জশিট দাখিল করেন পিবিআইয়ের উপপরিদর্শক (এসআই) নাজিম উদ্দিন। চার্জশিটভুক্ত দু’জন হলেন, যমুনা ব্যাংকের চাকরিচ্যুত খণ্ডকালীন কর্মকর্তা কনক লায়লা ও আবদুল হাকিম।

কাচ্চি বিরিয়ানিতে খাসির গোস্তের পরিবর্তে বিড়ালের গোস্ত দেওয়ার ‘প্রচারণার’ অভিযোগে ৩ এপ্রিল আদালতে মামলা করেন সুলতান’স ডাইনের গুলশান শাখার ব্যবস্থাপক কামাল আহমেদ। আদালত অভিযোগটি পিবিআইকে তদন্তের নির্দেশ দেন।

পিবিআইয়ের চার্জশিটে বলা হয়, সুলতান’স ডাইন খাসির গোস্তের কাচ্চি বিরিয়ানিই সরবরাহ করেছিল। কনক লায়লা ও আবদুল হাকিম ইচ্ছাকৃতভাবে এই প্রচার চালিয়েছিলেন যে, কাচ্চিতে খাসির গোস্তের বদলে বিড়ালের গোস্ত খাওয়াচ্ছে সুলতান’স ডাইন, যা দণ্ডনীয় অপরাধ।

তদন্ত কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে মানহানি ও চাঁদাবাজির অভিযোগ করেন।

আরও পড়ুন

×