মতবিনিময় সভায় বক্তারা
গৃহকর্মীদের শ্রম আইনে অন্তর্ভুক্ত করতে হবে

‘গৃহকর্মীদের অধিকার নিশ্চিতকরণে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক এক মতবিনিময় সভায় বক্তারা। ছবি-সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৩ | ১৮:৪৯ | আপডেট: ০২ অক্টোবর ২০২৩ | ১৮:৪৯
গৃহকর্মীর চাহিদা শেষ হবে না। তাই গৃহকর্মকে পেশা হিসেবে স্বীকৃতি দিয়ে গৃহকর্মীদের শ্রম আইনে অন্তর্ভুক্ত করতে হবে। সোমবার রাজধানীর মিরপুরে ইউসেপ বাংলাদেশের কনফারেন্স কক্ষে ‘গৃহকর্মীদের অধিকার নিশ্চিতকরণে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা এ কথা বলেন। দুস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) ও ইউসেপ বাংলাদেশ যৌথভাবে সভার আয়োজন করে।
সভায় স্বাগত বক্তব্য দেন ইউসেপ বাংলাদেশের প্রোগ্রাম অ্যান্ড ইনোভেশন্স পরিচালক মো. আব্দুল মান্নান। সঞ্চালনা ও সভার উদ্দেশ্য উপস্থাপন করেন ডিএসকের যুগ্ম পরিচালক (প্রকল্প) ফজিলা খানম। প্যানেল আলোচনায় অংশ নেন নিউজ টোয়েন্টিফোরের প্রধান বার্তা সম্পাদক শাহনাজ মুন্নী, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের স্পেশাল অ্যাসাইনমেন্ট এডিটর রাজীব নূর, একাত্তর টেলিভিশনের ফারজানা রুপা এবং রেডিও স্বাধীনের হেড অব প্রোগ্রাম শাকিল আহমেদ।
এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিএসকের অ্যাডভোকেসি অফিসার রাজশ্রী গায়েন। তিনি বলেন, ২০২২ সালে পরিচালিত এক সমীক্ষায় দেখা গেছে, দেশে অধিকাংশ গৃহকর্মী অশিক্ষিত। ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. মো. আবদুল করিম বলেন, গৃহকর্মীর চাহিদা এক দিনে শেষ হবে না। তারা আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই তাদের প্রতি আমাদের দায়িত্ব পালন করতে হবে।
আলোচকরা বলেন, গৃহকর্মকে পেশা হিসেবে স্বীকৃতি দিতে হবে। গৃহকর্মীদের প্রতি মানবিক ও সংবেদনশীল হওয়ার জন্য জনমত তৈরিতে গণমাধ্যম ভূমিকা রাখতে পারে। এ জন্য সাংবাদিকদের ফেলোশিপ প্রদান, সম্পাদকদের সঙ্গে মতবিনিময় ও মিডিয়ার সঙ্গে যৌথ প্রোগ্রাম করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
অক্সফাম প্রতিনিধি তারেক আজিজ এবং অক্সফাম কানাডার প্রতিনিধি রীচা শর্মা গৃহকর্মীদের অধিকার আদায়ে কাজ করতে সাংবাদিকদের সহযোগিতার আশ্বাস দেন।
- বিষয় :
- ডিএসকে
- গৃহকর্মী
- শ্রম আইনে অন্তর্ভুক্ত