ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

পুলিশ সার্জেন্টকে মারধরের মামলায় মা-মেয়ের জামিন

পুলিশ সার্জেন্টকে মারধরের মামলায় মা-মেয়ের জামিন

আদালত প্রতিবেদক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৩ | ১৭:৪৭ | আপডেট: ০৩ অক্টোবর ২০২৩ | ১৭:৪৭

রাজধানীর মোহাম্মদপুরের শিয়া মসজিদ এলাকায় পুলিশের সার্জেন্ট হাসিনা খাতুনকে মারধরের অভিযোগে গ্রেপ্তার দিলারা আক্তার ও তার মেয়ে তাসফিয়া ইসলামকে জামিন দিয়েছেন আদালত।

আসামি পক্ষের করা জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম মো. মেহেদী হাসান ৫ হাজার টাকা মুচলেকায় মঙ্গলবার তাদের জামিন মঞ্জুর করেন।

আদালতের মোহাম্মদপুর থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক এশারত আলী বিষয়টি নিশ্চিত করেন।

দিলারা আক্তার জনতা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মফিজুল ইসলামের স্ত্রী। গত ২৭ সেপ্টেম্বর আদালতে হাজির করা হলে জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানো হয়। 

এর আগে রাজধানীর মোহাম্মদপুরের শিয়া মসজিদ এলাকায় অবৈধ পার্কিংয়ের দায়ে প্রাইভেটকারের বিরুদ্ধে মামলা দেওয়ায় সার্জেন্ট হাসিনা খাতুনকে মারধরের অভিযোগ ওঠে তাসফিয়া ইসলাম ও তার মা দিলারা আক্তারের বিরুদ্ধে। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের গ্রেপ্তার করে পুলিশ। পরে ওই নারী সার্জেন্ট বাদী হয়ে মোহাম্মদপুর থানায় তাদের বিরুদ্ধে মামলা করেন।

আরও পড়ুন

×