ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

পাকিস্তানি নাগরিকের যাবজ্জীবন কারাদণ্ড

পাকিস্তানি নাগরিকের যাবজ্জীবন কারাদণ্ড

আদালত প্রতিবেদক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৩ | ১৪:২৭ | আপডেট: ১২ অক্টোবর ২০২৩ | ১৪:২৭

রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাকিস্তানি দুই নাগরিকের কাছ থেকে ১০ কেজি ৫০ গ্রাম হেরোইন উদ্ধারের মামলায় পাঞ্জাবের আল্লা বপারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার ৫ নম্বর বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ইকবাল হোসেন বৃহস্পতিবার আসামির উপস্থিতিতে এ রায় দেন। কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে আরও ৬ মাস কারাভোগ করতে হবে।

এ মামলার আরেক আসামি মো. হারুন মামলার বিচার চলাকালে মারা যাওয়ায় তাকে বাদ দেওয়া হয়েছে।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৩ সালের ২৭ ফেব্রুয়ারি দুপুরে ওই দুই পাকিস্তানি নাগরিক এয়ারলাইন্সে বিমানবন্দর নামেন। বের হওয়ার সময় এপিবিএন ব্যাগ তল্লাশি চালিয়ে ১০ কেজি ৫০ গ্রাম হেরোইন পায়। যার আনুমানিক মুল্য ১০ কোটি টাকা। এ ঘটনায় পরদিন বিমানবন্দর থানায় মামলা করেন সিআইডির পুলিশ পরিদর্শক শফিকুর রহমান। ‘মামলাটি তদন্ত করে ওই বছরের ৩০ মে ওই দুই নাগরিককে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করা হয়। পরের বছর ১৪ জুলাই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলার বিচার চলাকালে ১৩ জন সাক্ষীর মধ্যে ৬ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।

আরও পড়ুন

×