শিশুদের নিয়ে ‘মুজিব’ দেখলেন তথ্যমন্ত্রী

‘মুজিব: একটি জাতির রূপকার’ দেখার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৩ | ১৫:২১ | আপডেট: ২০ অক্টোবর ২০২৩ | ১৫:২১
পরিবারের শিশু থেকে সব বয়সীদের নিয়ে হলে গিয়ে বঙ্গবন্ধুর বায়োপিক ‘মুজিব : একটি জাতির রূপকার’ দেখেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। শুক্রবার রাজধানীর বসুন্ধরা সিটি শপিংমলের স্টার সিনেপ্লেক্সে সকালের প্রদর্শনীতে পঞ্চমবারের মতো সিনেমাটি দেখেন তিনি।
পরে ছেলে সাফওয়ানসহ সাংবাদিকদের মুখোমুখি হয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘আমি বাচ্চাদের নিয়ে দেখলাম, সিনেমাটি সবার দেখা দরকার। কারণ মুখে বলে ইতিহাস জানানো যায়। কিন্তু সেটি যখন ছবিতে দেখা হয়, তখন হৃদয়ে গেঁথে যায়।’
ছবিটির বিশেষত্ব বিষয়ে তিনি বলেন, ‘সত্যিকার অর্থে তিন ঘণ্টার মধ্যে দেশের ইতিহাস সংক্ষেপে জানা, কীভাবে আমাদের স্বাধীনতা এলো, বঙ্গবন্ধু কীভাবে খোকা থেকে মুজিব, মুজিব থেকে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু থেকে জাতির পিতা হয়ে উঠলেন, সেটি ছবিতে চিত্রায়িত হয়েছে।’
গত ১৩ অক্টোবর থেকে সারাদেশের ১৫৩টি প্রেক্ষাগৃহে চলছে বাংলাদেশ-ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর চলচ্চিত্রটি। ভারতের শ্যাম বেনেগাল পরিচালিত সিনেমায় বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন নেছার বড়বেলার চরিত্রে নুসরাত ইমরোজ তিশা এবং জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া। এ ছাড়া রিয়াজ আহমেদ, দিলারা জামান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগরসহ দেশের শতাধিক অভিনয়শিল্পী সিনেমাটির সঙ্গে জড়িত আছেন।
- বিষয় :
- মুজিব
- তথ্যমন্ত্রী
- বসুন্ধরা