আদালত অবমাননা
সেই সাজাপ্রাপ্ত বিচারকের আপিলের রায় ১২ ডিসেম্বর

ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৩ | ১১:৪০ | আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৩ | ১২:৪৮
আদালত অবমাননার অভিযোগে সাজাপ্রাপ্ত কুমিল্লার সাবেক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানার আপিলের রায় ১২ ডিসেম্বর। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বিভাগ আজ বুধবার উভয় পক্ষের শুনানি শেষে রায়ের এই দিন ধার্য করেন।
আদালতে সোহেল রানার পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র আইনজীবী প্রবীর নিয়োগী ও শাহ মনজুরুল হক।
এক মামলায় হাইকোর্টের আদেশ অমান্যর অভিযোগে ব্যাখ্যা দাখিল করেন সোহেল রানা, তাতে সন্তুষ্ট না হয়ে সোহেলের প্রতি আদালত অবমাননার রুল জারি করেন হাইকোর্ট। পরে তিনি নিঃশর্ত ক্ষমা চাইলে গত ১২ অক্টোবর হাইকোর্ট বেঞ্চ নিঃশর্ত ক্ষমা প্রার্থনা গ্রহণ না করে তাকে ৩০ দিনের কারাদণ্ড দেন। সেই সঙ্গে তাকে সাত দিনের মধ্যে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। তবে আপিলের শর্তে একই বেঞ্চ থেকে ৩০ দিনের জামিন পান মো. সোহেল রানা। ওই দিন বিকেলে আপিল বিভাগের চেম্বার আদালত হাইকোর্টের দেওয়া কারাদণ্ড স্থগিত করেন।