ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

বুদ্ধিজীবীদের স্মৃতিতে বশেমুরবিপ্রবিপির শ্রদ্ধার ফুল

বুদ্ধিজীবীদের স্মৃতিতে বশেমুরবিপ্রবিপির শ্রদ্ধার ফুল

ছবি- সমকাল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৩ | ১০:৩৮ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৩ | ১০:৪১

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর (বশেমুরবিপ্রবিপি)।

বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীনের নেতৃত্বে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. অলক কুমার সাহা ও উপাচার্যের একান্ত সহকারী মো. আরাফাত হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×