ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

বড়দিনে শুভেচ্ছা জানিয়েছে বঙ্গবন্ধু পরিষদ

বড়দিনে শুভেচ্ছা জানিয়েছে বঙ্গবন্ধু পরিষদ

লোগো

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৩ | ১১:৩৪ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৩ | ১১:৫৪

বড়দিনে খ্রিস্টান ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছে বঙ্গবন্ধু পরিষদ। সোমবার (২৫ ডিসেম্বর) বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক আ ব ম ফারুক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুই হাজার ২৩ বছর আগে এই দিনে বেথলেহেমে যিশু নামে একজন মহাপুরুষের জন্ম হয়েছিল। খ্রিস্টান ধর্মমতে, তিনি ছিলেন ঈশ্বরের পুত্র। তিনি এসেছিলেন, পাপ, অনাচার আর হানাহানি দূর করে পৃথিবীকে শান্তিময় করতে। বহুজন তার দেখানো পথে এসেছিলেন। মানুষের জন্য তিনি যে পবিত্র ধর্মগ্রন্থটি রেখে যান, তার নাম ‘বাইবেল’।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ইসলাম ধর্মমতেও এই পবিত্র মহাপুরুষকে হযরত ঈসা (আ.) নামে মুসলমানদের অন্যতম একজন নবী হিসেবে গণ্য করা হয়। মুসলমানদের কাছেও তিনি পাপে নিমগ্ন মানুষকে হেদায়েতের জন্য মহান আল্লাহর প্রেরিত পুরুষ ছিলেন। তার পবিত্র গ্রন্থটির নাম ‘ইঞ্জিল’, যা অন্যতম একটি আসমানি কিতাব।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আজকের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসাম্প্রদায়িকতার আদর্শে বিশ্বাসী বঙ্গবন্ধু পরিষদের খ্রিস্টান ধর্মাবলম্বী সব সদস্য ও শুভানুধ্যায়ী এবং সেই সঙ্গে দেশবাসীকে পরিষদের সম্মানিত সভাপতি, কেন্দ্রীয় কমিটি ও দেশ-বিদেশের সব শাখা কমিটিগুলোর পক্ষ থেকে বড়দিনের উপলক্ষে শুভেচ্ছা জানাচ্ছি। 

পৃথিবীর সবার নিজ নিজ দেশ ও পরিবারে শান্তি নেমে আসুক।

আরও পড়ুন

×