ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

পুলিশ পরিচয়ে বারবার প্রতারণা, করেন বিয়েও 

পুলিশ পরিচয়ে বারবার প্রতারণা, করেন বিয়েও 

পুলিশের নকল পোশাক পরিহিত বাবুল ওরফে হারুন

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৪ | ১৮:০৩

পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে মো. বাবুল ওরফে হারুন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ধানমন্ডি থানা পুলিশ। সোমবার রাতে রাজধানীর বিমানবন্দর এলাকায় এ অভিযান চালানো হয়। পুলিশ বলছে, অর্থ বা মূল্যবান সামগ্রী হাতিয়ে নেওয়ার পাশাপাশি পুলিশ পরিচয়ে বিয়েও করেছেন হারুন। তাঁর বাড়ি জামালপুরের সরিষাবাড়ি উপজেলার চরসাতারিয়া এলাকায়। 

মঙ্গলবার দুপুরে রাজধানীর রমনায় নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার আশরাফ হোসেন। তিনি বলেন, গত ১২ জানুয়ারি দুপুরে কমলাপুর রেলস্টেশনে যান নরসিংদীর হেলেনা বেগম। তিনি সেখানে হারুন নামে পুলিশের পোশাক পরা এক ব্যক্তির কাছে ট্রেনের খবর জানতে চান। ওই ব্যক্তি তাকে সহযোগিতা করেন এবং মোবাইল ফোন নম্বরটি রেখে দেন। হেলেনা পরদিন আবারও ডাক্তার দেখাতে আসবেন এই তথ্যও জেনে নেন তিনি। পরদিন হেলেনা ও তার বান্ধবী রিনা বেগম ধানমন্ডির পপুলার হাসপাতালে যান। হাসপাতালের সামনে তারা হারুনকে দেখতে পান। তিনি ডাক্তারের পরামর্শ নেওয়ার ক্ষেত্রে তাদের সহায়তা করেন। একপর্যায়ে দুই বান্ধবী হারুনের কাছে তাদের হাতব্যাগ রেখে টয়লেটে যান। ফিরে দেখেন হারুন নেই, ব্যাগও নেই। ব্যাগে নগদ ২৭ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিল। অনেক খোঁজাখুঁজি করে হারুনকে না পেয়ে ধানমন্ডি থানায় মামলা করেন হেলেনা।

উপকমিশনার জানান, তদন্তে নেমে রাজধানীর বিমানবন্দর গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে ভুয়া পুলিশ পরিচয় দেওয়া হারুনকে গ্রেপ্তার করা হয়। তদন্তে জানা যায়, হারুন নিজেকে ডিএমপির উত্তরা পূর্ব থানার এসআই হিসেবে পরিচয় দেন। পুলিশ পরিচয়ে তিনি এক নারীর সঙ্গে এক বছর প্রেম করার পর দুই মাস আগে বিয়ে করেন। 

ধানমন্ডি থানার ওসি পারভেজ ইসলাম জানান, পুলিশ পরিচয়ে ও পুলিশের নকল পোশাক পরে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় অনেক ধরনের অপরাধ করেছেন হারুন। তার বিরুদ্ধে সরকারি কর্মচারী পরিচয়ে প্রতারণার অভিযোগে তিনটি মামলাসহ বিভিন্ন অপরাধে আরও কিছু মামলার তথ্য পেয়েছে পুলিশ।

আরও পড়ুন

×