ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

দৌলতপুরে শিশু হাসপাতাল থেকে নবজাতক চুরি

দৌলতপুরে শিশু হাসপাতাল থেকে নবজাতক চুরি

ছবি: সমকাল

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৪ | ২২:১৮

কুষ্টিয়া দৌলতপুরে একটি বেসরকারী শিশু হাসপাতাল থেকে তিন দিনের এক নবজাতক চুরি হয়েছে। বুধবার বেলা ১টার দিকে উপজেলার আল্লাারদর্গায় অবস্থিত আনোয়ারা বিশ্বাস মা ও শিশু হাসপাতালে এ ঘটনা ঘটে। নবজাতকটি ভেড়ামারা উপজেলার মহিষাডোরা গ্রামের মসজিদ পাড়ার এলাকার দিপু আলীর ছেলে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

নবজাতকের বাবা দিপু আলী বলেন, ‘সন্তান প্রসবের জন্য আমার স্ত্রী রিয়া খাতুনকে গত মঙ্গলবার সকালে হাসপাতালে ভর্তি করি। ওইদিন দুপুরে অস্ত্রোপচারের মাধ্যমে রিয়া খাতুনের ছেলে সন্তানের জন্ম হয়। গত তিন দিন ধরে স্ত্রী-সন্তান ওই হাসপাতালে ছিলেন। বুধবার দুপুরে রিয়ার মা রহিমন নেছা নবজাতককে কোলে নিয়ে হাসপাতালে বসে ছিলেন। এ সময় অপরিচিত এক নারী বাচ্চাকে কোলে নিতে চান। নবজাতককে ওই নারীর কোলে নিয়ে খাবার পানি আনার কথা বলে পালিয়ে যান। পরে বাচ্চা ওই নারী খোঁজাখুঁজি করেও সন্ধান পাওয়া যায়নি।’

আনোয়ারা বিশ্বাস মা ও শিশু হাসপাতালে দায়িত্বরত ব্যবস্থাপক আব্দুর রাজ্জাক বলেন, ‘এই ঘটনায় হাসপাতালের কোন গাফিলতি নেই। আত্মীয়-স্বজনের কাছে থেকে কেউ যদি বাচ্চা নিয়ে চলে যায় তাহলে কিছু করার থাকে না।’

অতিরিক্ত পুলিশ সুপার  (ভেড়ামারা সার্কেল) মহসীন আল মুরাদ বলেন, ‘বিষয়টি দুঃখজনক। আমরা ঘটনা শোনার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছি। হাসপাতাল ও এর আশপাশের সিসি ক্যামেরার ফুটেজের মাধ্যমে ওই নারীকে সনাক্ত ও নবজাতক উদ্ধারের জন্য পুলিশ কাজ করছে।’

আরও পড়ুন

×