ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

বৃষ্টি ভেজাবে ভালোবাসার দিন!

বৃষ্টি ভেজাবে ভালোবাসার দিন!

প্রতীকী ছবি, আইস্টোক থেকে নেওয়া

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৪ | ১৩:২৩

নতুন সবুজ পাতা গজাতে শুরু করেছে গাছে, প্রকৃতিতে ফুটছে পলাশসহ নানা রঙ-বেরঙের ফুল। যেন বলে দিচ্ছে- বসন্ত এসে গেছে। ক্যালেন্ডারের পাতা উল্টালেই সেই ক্ষণ। শীতকে বিদায় জানিয়ে ঘটবে ঋতুরাজ বসন্তের আগমন। একইসঙ্গে দিনটি ভালোবাসার; ভ্যালেন্টাইনস ডে। তবে এবারের ভালোবাসার দিন ভেজাবে বৃষ্টি। 

ফাগুনের প্রথম দিন বুধবার রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অধিদপ্তর আজ মঙ্গলবার সকাল ৯টায় আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে। সে অনুযায়ী, রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে বুধবার বৃষ্টি আরও বিস্তৃত হতে পারে। 

আবহাওয়ার বার্তা অনুযায়ী, বুধবার যশোর ও কুষ্টিয়া অঞ্চলসহ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবারও বৃষ্টির পূর্বাভাস আছে।

এদিকে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। মাঘের এই শেষ দিনে দেশের উত্তরের শেষ প্রান্তের জনপদের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীতে আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন

×