ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

বরখাস্ত এএসপি প্রিন্সের বিরুদ্ধে অভিযোগ গঠন

বরখাস্ত এএসপি প্রিন্সের বিরুদ্ধে অভিযোগ গঠন

ফাইল ফটো

আদালত প্রতিবেদক 

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৪ | ১৫:৫০ | আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৪ | ১৬:৫৮

ধর্ষণ মামলায় সাময়িক বরখাস্ত সহকারী পুলিশ সুপার (এএসপি) সোহেল উদ্দীন প্রিন্সের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করেছেন আদালত। বুধবার এ মামলায় অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। এ দিন আসামি মামলার দায় থেকে অব্যাহতি চেয়ে আবাদেন করেন এবং আদালতের কাছে ন্যায়বিচার প্রার্থনা করেন।

শুনানি শেষে ঢাকার ৬ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আল মামুন অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠনের এ আদেশ দেন। বাদী পক্ষের আইনজীবী আনোয়ারুল কবির বাবুল বিষয়টি সমকালকে নিশ্চিত করেছেন। 

গত বছরের ২৫ জুলাই একই বিচারক মামলার বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদন গ্রহণ করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। তিনি ৩৬ বিসিএস পরীক্ষার  মাধ্যমে পুলিশ বাহিনীতে যোগ দিয়েছিলেন। ২০২২ সালের ২৩ নভেম্বর সোহেল উদ্দিন প্রিন্সের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলাটি দায়ের করেন ভুক্তভোগী এক নারী। 

মামলা সূত্রে জানা যায়, ‘ভুক্তভোগী নারীও একজন সরকারি কর্মকর্তা। পরিচয়ের সুবাদে এএসপি সোহেল উদ্দীনের সঙ্গে তার বিয়ের কথা হয়। ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি সোহেল উদ্দীন বাদীকে রমনা পুলিশ অফিসার্স মেসে যেতে বলেন। সেখানে তার আত্মীয়-স্বজনের উপস্থিতিতে কাজীর মাধ্যমে বিয়ে হবে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা। বাদী ওই দিন সন্ধ্যা সাতটায় তার আত্নীয়-সজনসহ রমনা পুলিশ অফিসার্স মেসে উপস্থিত হন। তবে সোহেল উদ্দীন ছাড়া আর কাউকে দেখতে না পেয়ে জানতে চাইলে আসামি জানান কিছুক্ষণের মধ্যে সবাই চলে আসবে। বাদী সরল বিশ্বাসে আসামির সঙ্গে কথা বলতে থাকেন। কথাবার্তার এক পর্যায়ে সোহেল উদ্দিন বাদীকে খুন করার ভয় দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোর করে ধর্ষণ করেন।’
 

আরও পড়ুন

×